নির্ভয়া কাণ্ডে অভিযুক্ত চার অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর করার বাকি আর চার দিন। আগামী ২০ মার্চ সকাল ৫.৩০ মিনিটে নির্ভয়ার চার অপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা। তার আগে অর্থাৎ ফাঁসির তিন দিন আগে ফাঁসুড়ে পবন জল্লাদকে রিপোর্ট করতে বলল তিহাড় জেল কর্তৃপক্ষ।
মেরঠের জল্লাদ পবন ১৭ মার্চ তিহাড়ে রিপোর্ট করবেন। পবন পৌঁছলে এই চারজনের ফাঁসির মহড়া করে দেখা হবে। প্রতিদিন এই চারজনের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হচ্ছে। নিজের নিজের পরিবারের সঙ্গে মুকেশ, পবন ও বিনয় শেষবারের মতো মুখোমুখি সাক্ষাত্ করে ফেলেছেন কিন্তু অক্ষয়ের বাড়ি থেকে এখনও কেউ আসেনি।
চলতি মাসের গোড়াতেই নির্ভয়া কাণ্ডের চার অপরাধীর নতুন করে ডেথ ওয়ারেন্ট ইস্যু করে দিল্লীর আদালত। এর আগে তিন বার শেষ মুহূর্তে ফাঁসি পিছিয়ে যায় এই চারজনের। এই নিয়ে চতুর্থবার এদের ফাঁসির তারিখ চূড়ান্ত করা হল।
অন্যদিকে, নির্ভয়ার ৪ ধর্ষক-খুনির পরিবারের সদস্যরা রবিবার রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন করেন। স্বেচ্ছামৃত্যুর জন্য আবেদন করেছেন খুনিদের বয়স্ক অভিভাবক, ভাই-বোন এবং সন্তানরা।
এই চিঠিতে তাঁদের বক্তব্য, ‘আমরা আপনাকে এবং নির্ভয়ার মা-বাবার কাছে অনুরোধ করছি আমাদের স্বেচ্ছামৃত্যুর আবেদন গ্রহণ করতে। ভবিষ্যতে ভারতে যাতে নির্ভয়ার মতো এমন কোনও অপরাধ না হয় এবং আদালতকে যাতে একসঙ্গে পাঁচ অপরাধীকে ফাঁসিতে চড়াতে না হয়, তা সুনিশ্চিত করতেই আমাদের এই অনুমতি দেওয়া হোক। আমাদের দেশে মহাপাপীদেরও অপরাধ ক্ষমা করে দেওয়া হয়। এমন কোনও অপরাধ নেই যার ক্ষমা হতে পারে না। প্রতিশোধে কখনও ক্ষমতা জাহির করা যায় না। ক্ষমাতেই রয়েছে আসল শক্তি।’