‘দিদিকে বলো’র অভাবনীয় সাফল্যের পর এবার শাসকদলের নবতম কর্মসূচি ‘বাংলার গর্ব মমতা’ চলছে রাজ্য জুড়ে। এরপরই দলে নতুন সদস্যদের নিয়ে হবে ‘নবীনবরণ সভা’। তাই এখন শুরু হয়েছে নতুন সদস্য তৈরির চ্যালেঞ্জ। সব ঠিক থাকলে আগামী ৩ মে নেতাজি ইন্ডোরে কিংবা অন্যকোনো জায়গায় এই বর্ণাঢ্য অনুষ্ঠান হবে। তাই এই লক্ষ্যপূরণে কোমর বেঁধে নেমেছে তৃণমূল ছাত্রপরিষদ ও দলের যুব শাখা।
রাজ্যজুড়ে প্রায় ২০,০০০ এলাকা থেকে নতুন সদস্য তুলতে হবে। ছাত্র পরিষদের তরফে বলা হচ্ছে, এই কাজ প্রায় ৮৫ শতাংশ কলেজেই সম্পূর্ণ হয়েছে বলে জানানো হচ্ছে। ছাত্র সংগঠনের জেলা সভাপতিদের বিধানসভা ভিত্তিক অন্তত ৫০ জন করে নতুন সদস্য করার টার্গেট বেঁধে দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে প্রতিটি বিধানসভায় ব্লক বা বুথস্তর ভিত্তিক কাজ করছে গড়ে ১৭০ জন সার্ভেয়ার।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ, জীবন-সংগ্রাম তুলে ধরার পাশাপাশি রাজ্যের উন্নয়ন নিয়েও কথা বলবেন। কেন এই মুহুর্তে তৃণমূলকে প্রয়োজন কেন, সেবিষয়েও জানান হবে। কিন্তু কোনো জোরজবরদস্তি নয় নেত্রীর ধার্য করে দেওয়া নূন্যতম এক টাকার সদস্যপদ আগ্রহীদের বিলি করা হবে। কিন্তু তালিকায় যেন জল মেশানো না থাকে। সেই দিকে নজর রাখছে টিম প্রশান্ত কিশোর৷