লা লিগা সবে স্থগিত করা হয়েছে। কিন্তু রবিবারের ঘটনায় পরিষ্কার, এই সপ্তাহান্তে লিগ চললে আরও কত ফুটবলারের বিপদ হতে পারত। কারণ, লা লিগার প্রথম ফুটবলার হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত হলেন এজেকিয়েল গারায়। বালেন্সিয়ার এই আর্জেন্তিনীয় তারকার পরীক্ষার ফলাফল পাওয়া গেল রবিবার। এই সপ্তাহে বালেন্সিয়া লা লিগার ম্যাচ খেললে আরও বেশি ছড়িয়ে পড়তে পারত ভাইরাস। আক্রান্ত হতে পারতেন সতীর্থ বা প্রতিপক্ষের ফুটবলাররা। গারায়কে কোয়ারান্টাইন করা হয়েছে এবং চিকিৎসা শুরু হয়েছে।
আমেরিকার খেলাতেও করোনার প্রভাব ক্রমশ বাড়ছে। এনবিএ-র তৃতীয় করোনা-আক্রান্ত হয়েছেন। রবিবার এই খবর দিয়েছে ওই প্লেয়ারের টিম ডেট্রয়েট পিস্টন্স। এরই মধ্যে এনবিএ-র প্রথম আক্রান্ত প্লেয়ার রুডি গোবার্ট ঘোষণা করেছেন, তিনি পাঁচ লক্ষ ডলার দান করছেন করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য। এ দিকে, এনবিএ মরসুম স্থগিত হয়ে যাওয়ায় অর্থাভাবে পড়ার মুখে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির অসংখ্য কর্মী, যাঁরা লিগ চালানোর ব্যাপারে নানা ভাবে সাহায্য করেন। টিম মালিক এবং তারকা বাস্কেটবলাররা বলেছেন, ওই কর্মীদের বেতনের ব্যবস্থা করবেন।
ইংল্যান্ডে এখন কোয়ারান্টাইন হয়ে আছেন আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তাঁর শরীরিক অবস্থায় পরিচয় দিয়েছেন তাঁর স্ত্রী লোরেনা। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ে পোস্ট করে বলেছেন, ‘এখন অনেকটা সুস্থ আছে মিকেল। ধীরে ধীরে সুস্থ হচ্ছে। ওর শরীরে যে সব লক্ষণ দেখা গিয়েছিল, অন্য সময় হলে প্র্যাক্টিসে যাওয়া বন্ধ করত না। সামান্য জ্বর, সর্দি। এমনি ফ্লু মনে হত। হয়তো প্যারাসিটামল খেয়ে প্র্যাক্টিস করাতে চলে যেত। পরীক্ষা করার জন্যই জানা যায়। তবে এটা বোঝা যাচ্ছে, এই রোগ মারাত্মক নয়। অনেকের ক্ষেত্রে মারাত্মক হলেও বেশিরভাগ সুস্থ হয়ে উঠছেন।’