পুরভোটের ঘোষণা হতেই বাংলার মাটিতে শুরু হয়ে গেছে গেরুয়া সন্ত্রাস। বীরভূমের রামপুরহাট থানার বনহাট গ্রাম পঞ্চায়েতের রদিপুর গ্রামে সক্রিয় তৃণমূল কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ দুষ্কৃতীরা সকলেই বিজেপি শিবির আশ্রিত।
নিহত ব্যক্তির নাম মধুসূদন ঘোষ (৪০)। বাড়ি রদিপুর গ্রামেই। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ঘটনার সঙ্গে জড়িত। যদিও বিজেপি শিবিরের দাবি, মদ্যপ অবস্থায় এলাকাতে গালিগালাজ ও এক মহিলাকে উত্ত্যক্ত করার জন্য পিটিয়ে মারা হয়েছে।
বিজেপি শিবির আশ্রিত দুষ্কৃতীদের মারধরের ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে দাবি মৃতের পরিবারের। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রদিপুর গ্রামের লেটপাড়াতে মধুসূদনবাবুকে সাংগঠনিক কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল। বিজেপি সেই আক্রোশে তাকে পিটিয়ে মেরে ফেলেছে। এদিকে লেটপাড়ার বাসিন্দাদের অভিযোগ, এদিন সকাল থেকেই তাদেরকে মারধর, বাড়ি ভাঙচুর এবং বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে থানায়।