থামার লক্ষণ দেখাচ্ছে না করোনা। আর তার আতঙ্কে কাঁপছে গোটা দুনিয়া। গত চব্বিশ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যাটা একশো পেরিয়ে গিয়েছে। এই মুহূর্তে এ দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা উদ্বেগও বাড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে দেশে আক্রান্তের সংখ্যা ১১৭। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে বিশ্ব মহামারি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। একের পর এক দেশে ছড়িয়ে পড়ছে এই রোগ। ইতিমধ্যে স্পেনেও করোনা ভয়াবহ আকার নিয়েছে। একদিনে সেখানে এক হাজারেরও বেশি মানুষের শরীরে করোনা ভাইরাসের নমুনা পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
করোনা নিয়ে এ রাজ্যের পরিস্থিতি ততটা উদ্বেগজনক না হলেও ইতিমধ্যেই সতর্কতামূলক একাধিক ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। সোমবার থেকে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। করোনা-পরিস্থিতি ছায়া ফেলেছে রাজ্যের পুরভোটের প্রস্তুতিতেও। এ নিয়ে উদ্বিগ্ন সব রাজনৈতিক দল। এমন অবস্থায় পুরভোট পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।
ইতিমধ্যেই প্রায় সাড়ে ছ’হাজার মানুষের মৃত্যুও হয়েছে এই রোগে। চিনে করোনায় তাণ্ডব এখনও থামেনি। এশিয়ার ওই দেশটির পর, ইউরোপের ইটালি করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তালিকায় রয়েছে স্পেন, আমেরিকা ও ইরানের মতো দেশগুলিও।