এ যেন একেবারে উলট পুরাণ! এতদিনে বিরোধীরাও যে কথা সরাসরি বলেনি, তাই লেখা হল উত্তরপ্রদেশ বিজেপির সদর দফতরের সামনে। হ্যাঁ, এবার খোদ যোগীরাজ্যের বিজেপির সদর দফতরের সামনেই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ছবি দেওয়া পোস্টার পড়ল। আর সেই পোস্টারে মুখ্যমন্ত্রী সম্পর্কে লেখা হল ‘দাঙ্গাবাজ’!
রবিবার সকালে দেখা যায় আগুন ছলার ছবিকে ব্যাকগ্রাউন্ডে রেখে যোগী আদিত্যনাথের ছবি দেওয়া পোস্টারে লেখা হয়, ‘মানুষ জানতে চায়, এই দাঙ্গাবাজদের কাছ থেকে কবে ক্ষতিপূরণের টাকা আদায় করা হবে।’ মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে এমন পোস্টারে স্বভাবতই চাঞ্চল্য তৈরি হয়। আসরে নামে পুলিশ। রবিবার সন্ধেবেলার মধ্যেই ছ’জনকে গ্রেফতার করা হয় এই ঘটনায়।
উল্লেখ্য, কয়েক দিন আগেই লখনউয়ের রাস্তায় নাম-ছবি-ঠিকানা দিয়ে প্রকাশ করে দেওয়া হয়েছিল সিএএ-প্রতিবাদীদের পরিচয়! উত্তরপ্রদেশ সরকারের উদ্যোগে টাঙানো হোর্ডিংয়ে ছিল ৫৩ জন আন্দোলনকারীর নাম ও অন্যান্য তথ্য। এই নিয়ে যোগী সরকারকে তীব্র ভর্ৎসনা করে এলাহাবাদ হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয় ওই হোর্ডিং নামিয়ে ফেলতে।
কিন্তু যোগী সরকার জানিয়ে দেয় তারা ওই হোর্ডিং নামাবে না। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় যোগী সরকার। তবে সুপ্রিম কোর্টও ওই হোর্ডিংকে ‘আইন সম্মত নয়’ বলে জানিয়ে দেয়। এই চাপানউতোরের মধ্যেই এবার আরেক পোস্টার নিয়ে সরগরম হয়ে উঠল যোগী রাজ্য।