দোল মানেই রঙের উৎসব। লাল, নীল, বেগুনি ইত্যাদি নানা রঙে আশেপাশের মানুষকে রাঙিয়ে তোলার দিন। কিন্তু এই বছর দোলের আনন্দে থাবা বসিয়েছে করোনা আতঙ্ক। আর সেই আতঙ্কের জেরে এবার দোলে রঙ থাকল দূরে। কিন্তু তাই বলে কি রঙের উৎসব ফ্যাকাশে হবে? না রংবেরঙের আবিরেই গোটা দিন মেতে থাকল বাঙালি।তবে এবার বাড়তি সংযোজন মুখে মাস্ক!
প্রতি বছর নানা ধরনের পিচকারিতে ছেয়ে যায় বাজার। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু ক্রেতার দেখা মেলেনি। বড়বাজারের ক্যানিং স্ট্রিট থেকে জানবাজার, বেহালা থেকে গড়িয়াহাট— সর্বত্রই দেদার বিকিয়েছে রংবেরঙের আবির। রঙের চাহিদা ছিল একবারে তলানিতে। মুখোশ, বাহারি রঙের সিন্থেটিক চুলেরও এ বছরে বিক্রি কম। চিনা পণ্য কার্যত বিকোয়নি। বেহালায় সখেরবাজারে রঙের দোকান দিয়েছিলেন শঙ্কর দাস। তাঁর কথায়: “রঙের উৎসবে যে সব সাজসরঞ্জাম পাওয়া যায়, তার সবটাই চিনা পণ্য নয়। কিন্ত করোনা-আতঙ্ক মানুষের মধ্যে এতটাই ঢুকে গিয়েছে যে সবাই ভাবছেন, সব কিছুই হয়তো চিনা পণ্য।”
দোল বা হোলিতে রং, মুখোশ, পিচকারি এবং যে সব সাজসরঞ্জাম বাজারে পাওয়া যায়, তার একটা বড় অংশই চিন থেকে আমদানি হয়। করোনাভাইরাসের আতঙ্কে তাই চিনা পণ্য থেকে মুখ ফিরিয়েছেন অনেকেই। টালিগঞ্জ থেকে টালা। বেহালা থেকে বেলঘরিয়া— রং ফেলে আবির নিয়েই উৎসবে মেতে উঠেন বহু মানুষ।
রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বক্তব্য, “আমার বাড়ি উত্তর কলকাতায়। এখানে প্রতি বছর দোলের দিন অনেক মানুষ আসেন শুভেচ্ছা জানাতে। এ বছর সংখ্যাটা অনেক কম। মনে হচ্ছে এ বছর অনেকেই রং খেলছেন না।” পুলিশ সূত্রেও তেমনই তথ্য উঠে আসছে। কলকাতায় দোলে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা রাখা হয়েছিল। অলিগলিতে টলহদারি চলেছে। পুলিশের একটি সূত্র জানাচ্ছে, গত বছরের তুলনায় এ বছর উন্মাদনা কিছুটা কমই ছিল। অলিগলিতে যে ভাবে রং নিয়ে দাপাদাপি দেখা যায়, তা এ বছর খুব একটা চোখে পড়েনি।