ভারতের মহিলা ক্রিকেট বাহিনীর মিডল অর্ডারের অন্যতম ভরসা জেমাইমা রড্রিগেজ। তার খেলার জন্য বহুবার এসেছেন খবরের শিরোনামে। এই মুহূর্তে টি২০ বিশ্বকাপ ফাইনালের জন্য জোরকদমে প্রস্তুতি চলছে তাঁর। চলতি টি২০ বিশ্বকাপে এখনও ৯৪টি বলে ৮৫ রান করেছেন তিনি। তাঁর ব্যাটিং গড় ২৮.৩৩।
মাত্র ১২ বছর বয়সে ২০১২-’১৩ ক্রিকেট মরশুমে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলে খেলার সুযোগ পান তিনি। স্মৃতি মন্ধানার পর জেমাইমা দ্বিতীয় মহিলা ক্রিকেটার যিনি ৫০ ওভারের ম্যাচে দ্বিশতরান করেছেন। ২০১৭ সালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ১৬৩ বলে ২০২ রান করেন তিনি। ২০১৮ সালে ভারতীয় মহিলা দলে সুযোগ পান তিনি। হরমনপ্রীত কৌরের থেকে ওডিআই ক্যাপ পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন তিনি। এই মুহূর্তে ভাল ফর্মে রয়েছেন জেমাইমা। ফাইনালে কতটা প্রভাব ফেলতে পারেন, সে দিকেই তাকিয়ে সকলে।
১৯ বছরের জেমাইমা আক্ষরিক অর্থেই অলরাউন্ডার। শুধু ক্রিকেটেই যে তাঁর হাত পোক্ত তা নয়, দারুণ হকিও খেলেন তিনি। তার উপর বলিউড নাচেও দক্ষতার প্রমাণ দিয়েছেন। সম্প্রতি বলিউড গানে তাঁর নাচের ভিডিয়ো ভাইরালও হয়েছে। তাঁকে ‘ভারতীয় ক্রিকেটের রকস্টার’ও বলছেন নেটাগরিকদের একাংশ।
প্রসঙ্গত, জেমাইমার বাবা ইভান রড্রিগেজ জেমাইমার স্কুলেরই জুনিয়র কোচ। স্কুলেই মেয়েকে নিজের অধীনে ক্রিকেটে কোচিং দেওয়া শুরু করেন তিনি। জেমাইমার স্কুলেই কোচিং করানোর চাকরি পান তিনি। সেই অর্থেই মেয়েকে ক্রিকেটার তৈরি করেছেন। বাড়িতে অনুশীলন করিয়েই রপ্ত করিয়েছেন কভার ড্রাইভ, ব্যাকফুট ড্রাইভ, হুক, পুল, স্কোয়ার কাট। এই কঠোর অনুশীলনের সুফলেই এখন জেমাইমা উইকেটের চারদিকে শট নিতে পারেন।