দেশ জুড়ে আতঙ্ক বাড়ছে করোনা নিয়ে। এরই মধ্যে আগ্রার মেয়র নভীন জৈন কেন্দ্রের কাছে তাজমহল বন্ধ রাখার অনুরোধ করেছেন। যতদিন না পরিস্থিতি ঠিক হচ্ছে ততদিন এই ঐতিহাসিক স্মৃতিসৌধ বন্ধ রাখার আর্জি জানিয়েছেন তিনি। তাজ মহল-সহ যে সমস্ত জায়গায় বিদেশি পর্যটকদের ভিড় বেশি হয়, সেই সব জায়গা আপাতত বন্ধ রাখার আবেদন করেছেন তিনি।
আগ্রার মেয়র নবীন জৈনের অনুরোধ, ‘একটা বড় সংখ্যক বিদেশি পর্যটক আগ্রায় আসেন তাজ মহল দেখতে। বিদেশিদের থেকেই ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তাজ মহল ও আরও কয়েকটি মনুমেন্ট বন্ধ রাখার জন্য ভারত সরকারের কাছে আবেদন করছি।’
সরকারের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে, এখনও পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত দেশগুলি থেকে ভারতে আসা মোট ২,৯১৫ জন পর্যটকের উপর জেলা নজরদারি ইউনিট লক্ষ্য রেখেছে। দেখা গেছে যে এদের মধ্যে মোট ৭১৩ জন পর্যটক পুরোপুরি সুস্থ রয়েছে। ৭০৮ জন পর্যটকের শরীরে করোনা ভাইরাসের মতো লক্ষণ দেখা দেওয়ায় তাঁদের আলাদা করে রাখা হয়েছে। আবার ওই পর্যটকদের মধ্যে যাদের শরীরে ইতিমধ্যেই ওই ভাইরাসের প্রাথমিক তিনটি লক্ষণ দেখা গেছে তাঁদের বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে। তাদের সবার অবস্থা বর্তমানে স্থিতিশীল।
করোনার মৃত্যুমিছিল থামছে না কিছুতেই। চিনে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০৭০ জনের। ভাইরাস ছড়িয়ে পড়ে এখনও পর্যন্ত ৬০টি দেশে তা ছড়িয়েছে, এবং ৯০,০০০ মানুষ আক্রান্ত। ভারতেও করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে, বর্তমানে সেই সংখ্যা বেড়ে ৩১-এ পৌঁছেছে। ফলে দেশের ২১টি বড় শহরে কড়া নজরদারি শুরু করা হয়েছে, সমস্ত বিমানবন্দরেও চলছে পরীক্ষা নিরীক্ষা।