ভারতে ক্রমশ বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। ছড়াচ্ছে আতঙ্ক। তার প্রভাব পড়ল শেয়ার বাজারে। বুধবার সেনসেক্স নেমেছে ৭৭৮ পয়েন্ট। তা দাঁড়িয়েছে ৩৭,৮৪৬ এর ঘরে। নিফটিও ২১৫ পয়েন্ট নেমে পৌঁছেছে ১১০৯৭-এর ঘরে। সেনসেক্সে নথিভুক্ত সংস্থাগুলির মধ্যে যাদের দাম সবচেয়ে কমেছে, তাদের মধ্যে আছে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এবং আইটিসি।
নিফটির অন্তর্ভুক্ত সংস্থা ইয়েস ব্যাঙ্কের শেয়ারের দর কমেছে সবচেয়ে বেশি। এছাড়া টাটা স্টিল, টাটা মোটর্স, ইচার মোটর্স, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, জেএসডব্লু স্টিল, এইচডিএফসি ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাঙ্ক, বাজাজ ফিনান্স, আলট্রাটেক সিমেন্ট, আইটিসি ও বেদান্ত।
অন্যদিকে সান ফার্মা, সিপলা, ডক্টর রেড্ডিস ল্যাবস, গেইল, এশিয়ান পেন্টস, পাওয়ার গ্রিড এবং ইন্ডিয়ান ওয়েলের শেয়ারের দাম বেড়েছে।
মূলত দু’টি কারণে শেয়ার সূচকের পতন হয়েছে। প্রথমত করোনাভাইরাসের সংক্রমণে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস ধাক্কা খেয়েছে। তাঁদের ধারণা, এর ফলে অর্থনীতির বিকাশ ব্যাহত হবে। দ্বিতীয়ত মার্কিন অর্থনীতিকে করোনাভাইরাসের ধাক্কা থেকে বাঁচাতে আমেরিকার ফেডারেল রিজার্ভ সুদের হার কমিয়েছে।
ভারতে করোনাভাইরাস সংক্রমণের ভয়ে ২১টি বিমানবন্দর, ১২টি সমুদ্রবন্দরে বিশেষ চেকআপ চলছে। গত মাসেই দিল্লীর বিমানবন্দরে নেমেছিলেন ১৩ জন ইতালীয় পর্যটকের একটি দল। তাঁদের মধ্যে কয়েকজন দিল্লী থেকে রাজস্থানে গিয়েছেন বলে খবর। জয়পুরে এক ইতালীয় পর্যটক ইতিমধ্যেই করোনা আক্রান্ত। তাঁকে জয়পুরের হাসপাতালের আইসোলেশন কেবিনে রাখা হয়েছে। বাকিদের শারীরিক অবস্থার কোনও খোঁজ এখনও মেলেনি। দিল্লিতে যে পর্যটকরা ছিলেন তাঁদের মধ্যে ১৫ জনকে আলাদা করে আইসোলেশন ওয়ার্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকিদের স্ক্রিনিং চলছে।
