মঙ্গলবার বিকেলে অধীর চৌধুরীর বাড়িতে হামলা হয়। বুধবার তারই প্রতিবাদে এদিন সকাল থেকেই পথে নেমে বিক্ষোভ দেখায় প্রদেশ কংগ্রেস। এই ঘটনার নেপথ্যে বিজেপিকে দায়ী করে তারা। সকালে চলে পথ অবরোধ। দাহ করা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুশপুতুল। এদিকে কেন্দ্রীয় সকারের প্রতি বিদ্বেষ উগরে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছে অধীর চৌধুরীর নিরাপত্তা বাড়ানোর দাবি জানান তিনি। এবার এই ঘটনায় সরব হল তৃণমূলও।
রাজ্য জুড়ে বিভিন্ন ইস্যু নিয়ে বুধবার পথে নামল প্রদেশ কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। একদিকে লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীর বাড়িতে হামলা অন্যদিকে উত্তর-পূর্ব দিল্লীর হিংসার ঘটনার প্রতিবাদে এদিন পথে নামল তৃণমূল কংগ্রেস।
আজ বেলা ৩টে থেকে ৪ টার মধ্যে রাজ্যের ব্লকে ব্লকে ধিক্কার মিছিলের কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। এই মিছিলে অংশ নিয়েছিলেন স্থানীয় নেতৃত্ব-সহ দলীয় কর্মীরা। দিল্লীর গণহত্যার প্রতিবাদের সঙ্গেই বাংলায় যে এরূপ আচরণ চলবে না, সেই বার্তাও দেওয়া হল এদিনের মিছিলের থেকে।