করোনাভাইরাস বিপজ্জনক বটে তবে সেটা নিয়ে শুধু শুধু আতঙ্কিত হওয়ার দরকার নেই। এই বার্তা দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, দিল্লীর দাঙ্গা ভুলিয়ে দিতেই কেউ কেউ করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে। বুধবার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে দলীয় কর্মিসভায় এমনই অভিযোগ করলেন তৃণমূল নেত্রী।
দিল্লীর দাঙ্গা নিয়ে এর আগে কলকাতায় যে ভাষায় আক্রমণ করেছিলেন মমতা এদিনও বজায় ছিল সেই সুর। সেই সুরেই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এখনও দিল্লীতে বহু মানুষ নিখোঁজ।’ এই প্রসঙ্গেই তিনি বলেন, ‘কেউ কেউ করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।’ মমতার কথায়, ‘দিল্লী দাঙ্গার ভয়াবহতা থেকে মানুষের মন সরিয়ে দিতেই দেশে আতঙ্ক তৈরি করা হচ্ছে। কিন্তু দিল্লীতে যাঁরা মারা গিয়েছেন তাঁরা কেউ কোনও মারণ অসুখে মারা যাননি। মৃত্যু হয়েছে হিংসায়।’
এদিনই একটি টুইটে মোদী লেখেন, করোনাভাইরাস ঠেকাতে দেশ কতদূর প্রস্তুত তা তিনি খতিয়ে দেখেছেন। ভয়ের কোনও কারণ নেই। শুধু তাই নয়, তিনি জানিয়েছেন, এবছর হোলি উৎসবে অংশগ্রহণ করবেন না। কারণ হিসাবে মোদী লিখেছেন, ‘সারা বিশ্বের বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, নোভেল করোনাভাইরাস সংক্রমণ রোখার জন্য জমায়েত এড়িয়ে চলুন। সেজন্য আমি স্থির করেছি, এবছর হোলি মিলন উৎসবে যোগ দেব না।’
এর পরেই বুনিয়াদপুরের সভা থেকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের বক্তব্যে নরেন্দ্র মোদী বা বিজেপির নাম না নিলেও করোনাভাইরাস প্রসঙ্গে যে আক্রমণ শানিয়েছেন সেটা বিজেপিকে উদ্দেশ্য করেই বলে মনে করছে রাজনৈতিক মহল।
