করোনার থাবার অগুনতি মানুষের প্রাণ গেছে চীনে। শুধু চীন নয় এই ভাইরাসের প্রকোপে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। আর এই ভাইরাসের আতঙ্ক ছড়িয়েছে ভারতেও। জানা যাচ্ছে গোটা দেশে এখনো পর্যন্ত ২১ জন আক্রান্ত। তাই নজরদারি চলছে কলকাতা বিমান বন্দরেও। বিমানবন্দরের কর্মী থেকে নিরাপত্তারক্ষী সবার মুখেই মাস্ক। কোনও ঝুঁকি নিতে চাইছেন না কেউই।
বিমানবন্দর সূত্রের খবর, বিমান বন্দর থেকে বের হওয়ার আগে যাত্রীদের থার্মাল স্ক্যানিংয়ের পর তবেই বিমানবন্দর ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছে। বুধবার সকালে কলকাতা বিমানবন্দরে যাত্রীদের চোখেমুখে দেখা মিলল করোনার আতঙ্ক। এদের অধিকাংশই অবশ্য বিদেশি। বিমানবন্দর থেকে আজ যারা বেরিয়ে আসছেন তাদের সবার মুখেই মাস্ক। এরা কারও সঙ্গে তেমন কথাও বলছেন না। লাগেজ নিয়ে বেরিয়ে যাচ্ছেন।
বিমানবন্দর সূত্রের খবর, প্রতিটি যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে তো বটেই, যদি কোনও যাত্রীর দেহে সংক্রমণ দেখা যায় তাহলে তাকে নিয়ে যাওয়া হবে বেলেঘাটা আইডি হাসপাতালে। সেখানেই রয়েছে আইসোলেশন ওয়ার্ড। কোনো যাত্রীকে সন্দেহভাজন মনে হলে সেখানেই নিয়ে যাওয়া হবে।
