ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার সকালে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৬জন। বুধবার সেই সংখ্যা একলাফে বেড়ে দাঁড়াল ২১ জন। এর মধ্যে ১৫ জন ইতালিয় নাগরিক। এদিন এমনটাই জানাল অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্স ইন্সটিটিউট । জানা গিয়েছে, জয়পুরে ইতালির পর্যটকদের একটি দল বেড়াতে এসেছেন। সেই দলের এক দম্পতির দেহে মঙ্গলবারই করোনা ভাইরাসের নমুনা মিলেছিল। এরপর ওই পর্যটক দলের বাকিদের পরীক্ষা করে ১৫ জনের রক্তে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি মিলেছে। করোনা আতঙ্কে বাতিল হয়েছে বিশাখাপত্তনমে ভারতীয় নৌসেনার মহড়াও।
জয়পুরের হাসপাতালে ভর্তি ইতালির পর্যটক করোনাভাইরাসে আক্রান্ত। পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভায়রোলজিতে তাঁর থ্রোট সোয়াব ও রক্তপরীক্ষার পর তাঁর শরীরে করোনার হদিশ মিলেছে। তাঁর স্ত্রীর দেহেও বাসা বেঁধেছে এই রোগ। জয়পুরের সোয়াই মান সিং হাসাপাতালে ভর্তি আছেন তিনি।
৬৯ বছরের পর্যটক ও তাঁর স্ত্রীর করোনাভাইরাস ধরা পড়ার পর ঘুম ছুটেছে রাজস্থান প্রশাসনের। এই দুই পর্যটক ইতালির ২৩ পর্যটকের দলের সঙ্গে ভারতে এসেছিলেন এবং তাঁরা নানা পর্যটন স্থলে ভ্রমণ করেছেন। তাঁদের কারণে আরও অনেকের মধ্যে এই রোগ হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে।
অন্যদিকে বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ৯০,০০০ ছাড়াল। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য বিশ্ব ব্যাংক থেকে ১২ মিলিয়ন ডলারের অনুদান দেওয়া হচ্ছে।
