আজই নেতাজি ইন্ডোরে তৃণমূলের কর্মীসভায় বহু প্রতীক্ষিত ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচীর ঘোষণা করেন তিনি। আর দল সামলেই ফের প্রশাসনিক কাজে বেরিয়ে পড়লেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আবারও জেলাসফরে মালদা উড়ে যাচ্ছেন তিনি। মালদার পাশাপাশি, এই সফরে উত্তর ও দক্ষিণ দিনাজপুর যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। মোট ৪ দিনের সফরে তিন জেলায় যাবেন মুখ্যমন্ত্রী। এই উত্তরবঙ্গ সফরে প্রশাসনিক বৈঠক ছাড়াও মুখ্যমন্ত্রী দলীয় জনসভা করবেন বলে জানা গিয়েছে।
মালদাতে আজই সভা করার পর ৩ মার্চ কালিয়াগঞ্জে সভা করবেন তিনি। এরপর মুখ্যমন্ত্রী ৪ মার্চ বুনিয়াদপুরে একটি সভা করবেন। এরপর মালদার প্রশাসনিক বৈঠক রয়েছে। রাতে সেখানেই থাকবেন তিনি। ৫ মার্চ একটি গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিয়ে সেদিন বিকেলেই কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী। জেলা সফরে এরই মাঝে একটি প্রশাসনিক বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী। পরপর ২ দিন ২ সভা করার কথা রয়েছে তাঁর। ৩ মার্চ উত্তর দিনাজপুর থেকে আকাশপথে যাবে দক্ষিণ দিনাদপুরের বুনিয়াদপুরে। সেখানেও কর্মী সভা করার কথা রয়েছে তাঁর।