শনিবার বীরভূমের সাঁইথিয়ায় তৃণমূলের তরফে এক সভার আয়োজন করা হয়েছিল। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে এনআরসি নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করে স্বমহিমায় অনুব্রত মণ্ডল। তিনি বলেন, ‘ভারতবর্ষে এনআরসি করতে হবে বলে তুমি (বিজেপি) হঠাৎ বলে দিলে। তুমি দিল্লিতে বসে হিসেব করলে, আড়াই কোটি মানুষকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দেবে। বাঃ চমৎকার! তেমন হলে তখন আমরা কি ঘরে বসে থাকব? আমরা ঘরে বসে থাকব না। তুমি বলেছো বলো। এনআরসি চালু করতে এলে চামড়া গুটিয়ে দেব। জীবন থাকতে এনআরসি মানব না। লড়াই করে যাবো।’ এর রেশ ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন অনুব্রত। বলেন, ‘দেশে এত প্রধানমন্ত্রী এলেন আর শুধু আপনার মাথায় এই সব এল!’
অনুব্রতর এই মন্তব্য প্রসঙ্গে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে রাজ্য বিজেপি। একটি সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘অনুব্রতবাবু এই ধরনের কথা বলেই থাকেন। এটা নতুন কিছু নয়।’ বাংলায় তৃণমূল হিংসার রাজনীতি করেছে বলে অভিযোগও করেন তিনি।