সঙ্ঘর্ষের সময় নীরব দর্শকের মতো দাঁড়িয়ে ছিল দিল্লী পুলিশ। সাহায্যের জন্যে গেলে পুলিশ বলেছে, তারা কোনও পদক্ষেপ নিতে পারবে না। তাদের কাছে এধরণের কোনও নির্দেশ নেই।
দিল্লীর ভাজনপুরা এলাকাতে যখন পেট্রোল পাম্প জ্বালিয়ে দিচ্ছে উন্মত্ত জনতা, পাথর ছুঁড়ছে, তখন পুলিশ বাথরুমে লুকিয়ে ছিল। দিল্লীর হিংসা নিয়ে ধীরে ধীরে হাড়হিম করা খবর উঠে আসছে সংবাদমাধ্যমে। একটি জাতীয় সংবাদমাধ্যমের তদন্তে জানা গিয়েছে, সোমবার থেকে উত্তর-পূর্ব দিল্লীর যে অঞ্চলগুলিতে হিংসা শুরু হয়েছিল, সেখান থেকে পুলিশ হেডকোয়াটারের দূরত্ব ছিল মাত্র ১২ কিলোমিটার। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, সঙ্ঘর্ষ শুরু হওয়ার পরও পুলিশকে এলাকায় দেখা যায়নি। এক–দু’জন যাঁরা ছিলেন, তাঁরাও কোনও ব্যবস্থা নেননি। ভাজনপুরা অঞ্চলে একটা পেট্রোল পাম্প জ্বালিয়ে দিল, আর দিল্লী পুলিশ ভয়ে বাথরুমে লুকিয়ে ছিল। এমনটাই জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।
স্থানীয়দের দাবি, প্রথমে তো কোনও পুলিশ ওখানে আসেইনি, যারা এসেছিল তারা নীরব হয়ে দাঁড়িয়ে ছিল। তাদেরকে সাহায্যের জন্য বলায় পুলিশ জানায়, তাদের কাছে কোনও অর্ডার নেই। পুলিশ তাদের বলেছিল, তোমাদের যা করার তোমরা তা কর, তারা কোনও পদক্ষেপ নিতে পারবে না, কারণ ওপরমহল থেকে কোনও নির্দেশ আসেনি। যতক্ষণ না পর্যন্ত কোনও নির্দেশ না আসে ততক্ষণ তারা কিছুই করতে পারবেন না বলে জানিয়ে দেয় দিল্লী পুলিশ।