গত ৩-৪ দিনে দিল্লীতে ঘটে চলা সাম্প্রদায়িক হানাহানির ঘটনায় প্রাণ গেছে এখনও অবধি ২৪ জনের। এই দাঙ্গার জেরেই নিজের প্রতিবেশীদের চোখের সামনে আহত এবং নিহত হতে দেখেছেন চাঁদবাগের রাইসুল ইসলাম। তাঁর প্রতিবেশীদের কেউ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। কেউ কেউ মাথায় গুরুতর চোট পেয়েছেন। তাই এমন সময়ে দাঁড়িয়ে আহতদের বাড়ি বাড়ি গিয়ে ওষুধ দিয়ে আসছেন রাইসুল।
চাঁদবাগে একটি ওষুধের দোকান আছে তাঁর। উত্তর-পূর্ব দিল্লীর একাধিক অঞ্চল এখনও থমথমে। ভয়ে কেউই বাইরে বেরতে পারছেন না। রাজধানী এখন রীতিমত মৃত্যুপুরী। সাম্প্রদায়িক হানাহানির ঘটনায় হিন্দু-মুসলিম, দুই ধর্মের মানুষেরাই আক্রান্ত। মৃত। পরিস্থিতি যখন একটু একটু করে শোধরাচ্ছে, তখন আর কোনও ভেদাভেদ চাইছেন না রাইসুল। হিন্দু হোক বা মুসলিম, প্রয়োজন দেখলেই তিনি তাঁদের হাতে তুলে দিচ্ছেন ওষুধ।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, ‘আগের তুলনায় কিছু এলাকার পরিস্থিতি এখন একটু সুস্থ হয়েছে। তাই ওষুধ হাতেই রাস্তায় বেরিয়ে পড়েছি। প্রয়োজন দেখলেই হাতে ওষুধ তুলে দিচ্ছি আমি। পরিস্থিতি স্বাভাবিক করতে হিন্দু-মুসলিম, দুই ধর্মের মানুষই এগিয়ে আসছেন।’