এবার ফরাসি তারকা পল পোগবার এজেন্ট মিনো রায়োলার সঙ্গে সংঘাতে জড়াল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। মিনো বললেন, ‘পল পোগবা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার ওয়ে গুন্নার সোলসারের ব্যক্তিগত সম্পত্তি নন।’ প্রসঙ্গত, পোগবার গোড়ালির চোট এখনও সারেনি। তাঁর এজেন্টের আশা, এই গ্রীষ্মে তিনি ফিরবেন। এমনকি এক ধাপ এগিয়ে ইঙ্গিত দিলেন, পোগবা পুরনো ক্লাব জুভেন্তাসে ফিরে যেতে পারেন।
সম্প্রতি সোলসার মন্তব্য করেন, ‘পল আমাদের ফুটবলার, এজেন্ট মিনোর নয়।’ যার পরিপ্রেক্ষিতে মিনো বলেন, ‘পল অবশ্যই আমার ফুটবলার নয়। কিন্তু ও সোলসারের ব্যক্তিগত সম্পত্তিও নয়। পল, পল পোগবারই। ও নিজেই নিজের মালিক। আশা করি ম্যান ইউ ওকে বন্দি করে রাখবে না।’
সোশ্যাল মিডিয়ায় পোগবার এজেন্ট আরও বলেন, ‘কোনও মন্তব্য করার আগে সোলসারের উচিত কী বলবেন, ভাল করে জেনে নেওয়া। এত দিন পর্যন্ত ওঁর সম্পর্কে খারাপ মন্তব্য করিনি। সোলসারের নিজেরই মনে করা উচিত, এই গ্রীষ্মে ও পল সম্পর্কে কী কী বলেছে।’ একইযোগ করেন, ‘হতে পারে নানা কারণে সোলসার হতাশ। পোগবাকে নিয়ে ভাবা ছেড়ে সেগুলিতে মন দিলে ভাল করবেন।’