বাংলার সার্বিক উন্নয়নের জন্যে যে শিক্ষার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রাজ্যে ক্ষমতায় এসেই শিক্ষার উন্নয়নে জোর দিয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ফলস্বরূপ ২০১১ থেকে বাংলায় শিক্ষার পরিকাঠামোয় ব্যাপক উন্নতি হয়েছে। গত সাড়ে আট বছরে বাংলা পেয়েছে ২৮টি নতুন বিশ্ববিদ্যালয় ও ৫০টি নতুন কলেজ। তবে বামফ্রন্ট সরকারের শিক্ষানীতির অদূরদর্শিতার ফলে এখনও রাজ্যের একাধিক স্কুলে ছাত্র-শিক্ষক অনুপাত তথৈবচ। তাই এবার সেই অনুপাতে ভারসাম্য আনতে শিক্ষক নিয়োগ করছে রাজ্য। সোমবার বিধানসভায় এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে যে আগে ছাত্র-শিক্ষক অনুপাতে ভারসাম্য আনা জরুরি, সেটা শিক্ষা দফতর বুঝেছে। তাই সেই প্রয়োজন মেটাতে দাবি মেনে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। এদিন শাসক দলের এক বিধায়কের প্রশ্নের জবাবে পার্থ চট্টোপাধ্যায় জানান, রাজ্যের মোট ১১১ টি সরকারি ও সরকারের অনুদানে চলা স্কুলকে ইংলিশ মিডিয়ামে উত্তীর্ণ করা হয়েছে। আরও কয়েকটি স্কুল এই তালিকায় অন্তর্ভুক্ত হবে। আগে যে স্কুলগুলো উত্তীর্ণ হয়েছে, তাদের সাফল্যের হার দেখে পরের স্কুলগুলোকে তালিকাভুক্ত করা হবে।