আহমেদ ডেন্টাল কলেজে আজ ভোট। ছাত্র সংসদ নির্বাচনে প্রার্থীই দিতে পারলনা বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন এবিভিপি৷ অবস্থা এমনই যে ১৪টি আসনের মধ্যে একটিতেও প্রার্থী খুঁজে পায়নি গেরুয়া শিবির৷
মঙ্গলবারই আর আহমেদ ডেন্টাল কলেজের ছাত্র সংসদের ১৪টি আসনের মধ্যে ১০টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। বাকি ৪টি পদের জন্য আজ বুধবার নির্বাচন হওয়ার কথা। সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে হবে এই ত্রিমুখী লড়াই।
কলেজ সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহের আর আহমেদ ডেন্টাল কলেজের ছাত্র সংসদে মোট ১৪টি আসন রয়েছে। ওই আসনগুলিতে প্রার্থী দিয়েছে বাম ছাত্র সংগঠন এসএফআই, ডিএসও৷ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরাও৷ গত কয়েকদিন ধরেই ডেন্টাল কলেজে ছাত্র ভোট নিয়ে তপরতা তুঙ্গে৷ ছাত্র ভোটে প্রার্থী দিতে চেষ্টার কসুর করেনি বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি৷ তবে বহু চেষ্টা করেও ছাত্র সংসদ নির্বাচনের একটি আসনেও প্রার্থী খুঁজে পায়নি তাঁরা৷