কয়েক ঘন্টা আগেও ২হাজার ১৮৪ ভোটে পিছিয়ে ছিলেন আপ প্রার্থী মণীশ সিসোদিয়া। কিন্তু শেষ বেলায় ছক্কা হাঁকিয়ে জয় হাসিল করে নিলেন তিনি।
দল জিতছে। সকাল থেকে তাই খুশিতে ডগমগ দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। এদিকে যন্ত্রণা একটা রয়েই ছিল তাঁর মনে। দল জিতলেও ব্যালট বক্সের রেজাল্ট বলছে, বড় করুণভাবে হারছেন। অবশেষে উল্টে গেল সব হিসাব।
তথ্য বলছে হাতের পাশে এক বিশাল শূন্য। তবে এই আনন্দের মাঝে শুরু থেকে দুঃখ পিছু ছাড়ছিল না মণীশ সিসোদিয়ার। সকাল থেকেই নির্বাচন কমিশনের তথ্য বলছিল, মণীশ সিসোদিয়ার কেন্দ্র পতপারগঞ্জে দাপটের সঙ্গে রাজ করছেন বিজেপি প্রার্থী রবিন্দর সিং নেগি। একেবারে শেষবেলায় আচমকা উল্টে গেল ঘটি। শেষ এক ঘন্টায় রবিন্দর সিং নেগিকে পিছনে ফেলে ২হাজার ৭৩ ভোটে জয় পেলেন তিনি। হঠাৎ এই পট পরিবর্তনে যার পর নাই খুশি কেজরির সেকেন্ড ইন কম্যান্ড।
ইলেকশন কমিশনের তথ্য বলছে, এখনও পর্যন্ত দিল্লীতে ৬২ টি আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। অন্যদিকে, বিজেপির এগিয়ে রয়েছে মাত্র ৮ টি আসনে। এবং একেবারে হাল খারাপ দশা কংগ্রেসের এখনও পর্যন্ত হাতই খুলতে পারেনি কংগ্রেস।