ম্যাচ চলাকালীন মাঠের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন উড়িষ্যা রাজ্যের এক উদিয়মান কিশোর ক্রিকেটার। উড়িষ্যার কেন্দ্রপাড়া অটোনমাস কলেজমাঠে সোমবার লোকাল ক্রিকেট ম্যাচ ছিল। রান নিতে গিয়ে বাইশগজের মধ্যেই পড়ে যান বছর আঠারোর ওই ক্রিকেটার। অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। হৃদরোগেই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করছেন ডাক্তাররা।
মৃত সত্যজিত্ প্রধান দেড়বিশ কলেজের বারো ক্লাসের ছাত্র। ঘটনার সময় নন-স্ট্রাইকার এন্ডে ছিলেন সত্যজিত্। সিঙ্গলস নিতে গিয়ে পিচের মধ্যে আচমকা পড়ে গিয়ে জ্ঞান হারান। দ্রুত জেলা হাসপাতালে নিয়ে গেলে, ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন।
অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করেছে পুলিশ। প্রাথমিক পর্যবেক্ষণে ডাক্তাররা হৃদরোগে তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করলেও, ময়নাতদন্তের পরেই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। পুলিশের রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার সত্যজিতের পোস্টমর্টেম করা হবে।