এই জয় মানুষের। এই জয় গণতন্ত্রের। আম আদমি পার্টির পক্ষে ট্রেন্ড এগোতেই এই ভাষায় জয়ের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ঘৃণার রাজনীতি করার পরও মানুষের জয় হয়েছে। দিল্লীবাসীকে অভিনন্দন। দিল্লীতে যেভাবে কেন্দ্রীয় সরকার সব এজেন্সি নিয়ে, সব সিস্টেম নিয়ে গায়ের জোরে দখল করতে চেয়েছিল। সেটা হয়নি।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘মানুষ বিভেদের রাজনীতি পছন্দ করে না। তাই বিজেপ সব জায়গায় হেরে যাচ্ছে। মানুষ ‘রোটি-কাপড়া-মকান’ চায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বিজেপি প্রথম ধাক্কা খেয়েছিল মহারাষ্ট্রে। ওখানে শিবসেনা-এনসিপি-কংগ্রেসের জোট সরকার তৈরি হয়েছে। তারপর ঝাড়খণ্ড। আজকে দিল্লী। তাঁর কথায়, ‘জনমত স্পষ্ট হয়ে গিয়েছে। লোকসভা ভোটে ম্যানেজ করে জিতেছিল। কিন্তু মানুষ নিজে চোখে দেখছেন কী হচ্ছে।’ মমতার কথায়, ‘ফেক খবর ছড়িয়ে, হোস পাইপ দিয়ে টাকা ছড়িয়ে, ঘৃণা ছড়িয়ে সবসময়ে ভোটে জেতা যায় না।’
মঙ্গলবার সকাল থেকে যা ট্রেন্ড তাতে পরিস্কার দিল্লিতে হ্যাট্রিক পথে কেজরিই।
এদিন সকাল থেকেই কার্যত ফাঁকা দিল্লিতে বিজেপির সদর দফতর। এর মধ্যে বিজেপির অফিসের বাইরে একটি হোর্ডিং দেখা যায়, ‘জয়ে আমরা অহংকারী হই না। পরাজয়ে আমরা নিরাশ হই না।’ হোর্ডিংয়ের একাংশে বড়বড় করে রয়েছে অমিত শাহের ছবি। এক ঝলকে দেখে মনে হচ্ছে, অমিত শাহই এমনটাই বলছেন।