২০১৫-তেও খালি হাতে ফিরতে হয়েছিল দলকে। আর এবার ২০২০ সালেও ‘হাত’ সেই শূন্য। তবে এবার সবথেকে লজ্জাজনক পরিস্থিতিতে পড়েছে কংগ্রেস। দিল্লীতে ৭০ টি আসনের মধ্যে ৬৭ টি আসনেই জামানত বাজেয়াপ্ত হয়েছে কংগ্রেসের।
আসলে এবারে দিল্লীর লড়াই হয়েছে আপ আর বিজেপির মধ্যে৷ মনমোহন সিং, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীরা চেষ্টা করেছিলেন বটে। কিন্তু ২০১৫ সালের মার্কশিট নিয়েই ২০২০ সালে ঘরে ফিরেছে কংগ্রেস৷ দিল্লী বিধানসভায় এবারও খাতা খুলতে ব্যর্থ কংগ্রেস৷ তার ওপর ৬৭টি আসনে জামানত বাজেয়াপ্ত৷ ২০১৫ সালে দিল্লীতে কংগ্রেস ১০ শতাংশ ভোট পেয়েছিল। ২০২০ সালের বিধানসভায় তা কমে দাঁড়িয়েছে মাত্র ৪ শতাংশে।
এদিন দিল্লী কংগ্রেসের সভানেত্রী ও দলের জাতীয় মুখপাত্র শর্মিষ্ঠা মুখোপাধ্যায় দুষছেন দলীয় নেতৃত্বকে৷ বলেছেন, ‘সিদ্ধান্ত গ্রহণে দেরি, স্ট্র্যাটেজির অভাব ও রাজ্য স্তরে ঐক্যের অভাবেই আজ এই ফল৷ এই সিস্টেমের অংশ আমিও, তাই এই হারের দায় আমারও৷’ তবে নিজের দল তলিয়ে গেলেও ভোটের ফলকে স্বাগত জানিয়েছেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম৷