গতকালই সিঁথি থানায় পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। তবে তা এখনও প্রমাণ হয়নি। কিন্তু এর মধ্যেই রাজনৈতিক ফায়দা তুলতে ময়দানে নেমে পড়েছে বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করেই এদিন তুলকালাম বাঁধল বাগবাজারে। সেখানে বিজেপির মিছিল ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে।
প্রৌঢ়ের মৃত্যুর প্রতিবাদে এদিনই সিঁথি থানা ঘেরাও কর্মসূচির কথা ঘোষণা করে বিজেপি। তবে অনুমতি না মেলায় বাগবাজার ঘাটে জমায়েত করেন তাঁরা। সেখানে পুলিশ এসে অবস্থান তুলতে গেলে শুরু হয় বিজেপি-পুলিশ খণ্ডযুদ্ধ। জানা গেছে, পুলিশকে লক্ষ্য করে এদিন লঙ্কার গুঁড়ো ছুঁড়ে মারে বিজেপি কর্মীরা। তারপরই বাগবাজারের বিক্ষোভকারীদের গ্রেফতার করেছে পুলিশ। প্রায় ৯৫ জন বিক্ষোভকারীকে ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, সিঁথিকাণ্ডে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। এদিন প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছেন উত্তম বণিক নামে এক ব্যক্তি। প্রসঙ্গত, গতকাল সিঁথি থানায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধে। এরপর থানার সামনেই তুলকালাম শুরু করে বিজেপি। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও।