সবকটি বুথফেরত সমীক্ষাতেই মিলেছিল স্পষ্ট ইঙ্গিত। সেই মতোই দিল্লীতে জয়ের পথে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। এই মুহূর্তে ফল গণনার কাজ চলছে পুরোদমে। কিন্তু ট্রেন্ড যে পথে এগোচ্ছে তাতে দিল্লীর চিত্র অনেকটাই পরিষ্কার। আরামসে হ্যাটট্রিক করার পথে এগোচ্ছেন কেজরিওয়াল। আর এই ছবি স্পষ্ট হতেই তৈরি হতে শুরু করেছে নয়া সমীকরণ। তারই ইঙ্গিত মিলল দিল্লীর সিভিল লাইন্সে আম আদমি পার্টির সদর দফতরে এক সমর্থকের একটি পোস্টারে। যেখানে ইতিমধ্যেই ঢাক-ঢোল বাজতে শুরু করে দিয়েছে। চলছে আবির খেলা।
কী রয়েছে সেই পোস্টারে? সেই পোস্টারে আগামী লোকসভা নির্বাচনের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে উঠে এসেছে কেজরিওয়ালের নাম। পোস্টারে লেখা রয়েছে, ‘২০২৪: মোদী বনাম কেজরিওয়াল।’ দলের প্রধানকে দেশের প্রধান করার ইচ্ছেপ্রকাশের জন্য দিল্লী জয়ের দিনটিকেই বেছে নিয়েছেন আপ নেতা-কর্মীরা। দিল্লী বিধানসভা নির্বাচনেও অবশ্য কেজরির প্রধান প্রতিপক্ষ ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় ও জাতীয় নানা ইস্যু নিয়ে দু পক্ষ নির্বাচনী প্রচার চলকালীন একে-অপরকে বিঁধেছেন। তবে শেষ হাসি হাসতে চলেছেন সেই কেজরিই।