এই মুহূর্তে দেশজুড়ে বেকারত্ব মাথাচাড়া দিয়েছে। সেই জায়গায় রাজ্যে বেকারত্ব কমেছে প্রায় ৪০ শতাংশ। সোমবার বিধানসভায় বাজেট ঘোষণার পর, সাংবাদিক সম্মেলনে এ কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘রাজ্যে ২২,০৬৬ কোটির বিদেশি বিনিয়োগ, বেকারত্ব কমেছে ৪০ শতাংশ, বিগত বছরে বেকারত্ব কমিয়েছি আমরা। বহু শিল্প এসেছে রাজ্যে দেশজুড়ে।’
বিধানসভায় বাজেট পেশের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দেশে যখন বেকারত্ব বাড়ছে তখন এ-রাজ্যে মানুষ কাজ পাচ্ছে। রাজ্যে প্রচুর শিল্প গড়ে উঠেছে বিগত কয়েকবছরে, তাই প্রচুর কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি বকেয়া টাকা না পেয়েও এবারের বাজেট জনমূখী করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। একদিকে নোটবন্দী, অন্যদিকে ঝিমিয়ে পড়া অর্থনীতি, যার জন্য দেশের শিল্পের অবস্থায় মন্দা নেমে এসেছে। আর ঠিক এই কারণেই দেশে বেকারত্ব লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ। এদিন বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই কথাই স্মরণ করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রের বঞ্চনার প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রায় ১ লক্ষ কোটি টাকা পাওনা দিচ্ছে না কেন্দ্র। আমাদের ৫০ হাজার কোটি টাকা দেনা মেটাটে হয়।’ সাংবাদিক সম্মেলন থেকে কেন্দ্রকে আক্রমণ করেও মমতা বলেন, ‘রেল, বিএসএনএল সব বিক্রি করে দিচ্ছে। জীবন বিমা, মানুষের জীবন বিক্রি করে দিচ্ছে কেন্দ্র, সব বিক্রি করে দিচ্ছে’। এরই পাশাপাশি পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রকল্প যেমন- কন্যাশ্রী, রুপশ্রী, নিখরচায় চিকিৎসা পরিষেবা, তপশিলিদের জন্য শিক্ষাশ্রী প্রকল্পের কথাও উল্লেখ করেন মমতা। বাজেটে শিক্ষার প্রসঙ্গে মমতা জানান, ‘এডুকেশন এখানে হাই প্রায়োরিটি। প্রত্যেক জেলাতে বিশ্ববিদ্যালয় দেওয়া হয়েছে। ছাত্রদের ব্যাগ, জুতো বই দিই বিনা পয়সায়। এবারের বাজেটে উচ্চশিক্ষায় ২০ শতাংশ বরাদ্দ বাড়ানো হয়েছে। এছাড়াও আরও ৩টি নতুন বিশ্ববিদ্যালয় হবে।’