আরও সস্তা হল জ্বালানি। গত এক সপ্তাহে রেকর্ড দাম কমেছে পেট্রোলের। আজ কলকাতায় পেট্রোলের দাম ৭৫.১৩ টাকা। গত এক মাসে পেট্রোলের দাম এই প্রথম এতটা কমেছে। এবার ৭৪-এর ঘরে পৌঁছে যেতে পারে পেট্রোলের দাম। এমনটাই আশা করা হচ্ছে। পাশাপাশি কমছে ডিজেলের দামও।
দিল্লীতে আজ পেট্রোলের দাম ৭২.৪৫ টাকা। সেখানেও আজ দাম কমেছে ২৩পয়সা। কারণ গতকাল দাম ছিল ৭২.৬৮ টাকা। কলকাতায় পয়লা ফেব্রুয়ারি দাম ছিল ৭৫.৮৫ টাকা। আজ শনিবার পেট্রোলের দাম ৭৫.১৩ টাকা। সাত দিন দাম কমেছে ০.৭২ পয়সা।
গত এক সপ্তাহে পেট্রোলের চেয়েও দাম কমেছে ডিজেলের। শনিবার ৮ ফেব্রুয়ারি ডিজেলের দাম ৬৭.৭৯ টাকা। পয়লা ফেব্রুয়ারি এর দাম ছিল ৬৮.৫৯ টাকা। গত এক সপ্তাহে কলকাতায় ডিজেলের দাম কমেছে ১.০১ টাকা।