দিল্লীর সিংহাসন কেজরিওয়ালের দখলেই থাকবে? নাকি আপকে সরিয়ে ক্ষমতা দখল করবে বিজেপি বা কংগ্রেস? উত্তর মিলবে আগামী মঙ্গলবার। তবে তার আগে আজ, শনিবার যেন পরীক্ষা চলছে রাজধানীর। আজ সকাল ৭টা থেকে শুরু হয়েছে দিল্লীর বিধানসভার ভোট। কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ পর্ব। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ৬.৯৬ শতাংশ। আজ সকাল সকাল ভোট দিয়েছেন হেভিওয়েট নেতা-মন্ত্রীরা। ভোট দিয়েছেন তাপসী পান্নুও।
এদিন সকালেই সপরিবারে বিধানসভা নির্বাচনে ভোট দিলেন তাপসী। তাঁর জন্ম দিল্লিতেই কাজের সূত্রে মুম্বইতে থাকেন। তাই গতকালই মুম্বই থেকে বিমান ধরে সোজা দিল্লি চলে এসেছেন তাপসী। এদিন নিজের পরিবারের সঙ্গে ভোট দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন তাপসী। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তাপসী তাঁর বোনের সঙ্গে এদিন ভোটদান করেছেন।
নির্বাচন শুধুই নির্বাচন নয়। রঙিন উৎসবও বলা যায় এবং এতটাই গুরুত্বপূর্ণ যে স্বপরিবারে নতুন জীবনের শুরুতে সেই উৎসবে সামিল হওয়ার ছবি দেখা গেল শনিবার সকালে। পূর্ব দিল্লীর শকরপুরে বিয়ের ট্র্যাডিশনাল পোশাকে লাইনে দাঁড়াতে দেখা গেল এক পরিবারকে। হাতে ভোটার কার্ড, মাথায় পাগরি দিয়ে লাইনে প্রচুর মানুষ যখন দেখা যাচ্ছে মহিলারাও পরিপাটীভাবে তৈরি হয়ে তাঁদের পিছনে লাইনে রয়েছে।