লোকসভা ভোটের আগে কৃষকদের মন পেতে তাঁদের জন্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করেছিল কেন্দ্র। এই প্রকল্প নিয়ে গর্ব কম নেই কেন্দ্রীয় সরকারের। যেখানে প্রধানমন্ত্রীর তরফে কৃষকদের সাহায্যার্থে প্রতি চারমাস অন্তর ২০০০ টাকা করে দেওয়ার কথা ছিল। অর্থাৎ ১২ মাসে ৬০০০ টাকা। কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের তরফেই সোজা কৃষকদের ব্যাঙ্ক একাউন্টে এই টাকা পৌঁছে যাওয়ার কথা। কিন্তু এখন জানা যাচ্ছে, প্রকল্পটি শুরু হওয়ার পর ১৪ মাস কেটে গেলেও তৃতীয় কিস্তি পাননি দেশের প্রচুর কৃষক। এমনকি কোনও কিস্তিই পাননি এমন চাষীদের সংখ্যাটাও নেহাত কম নয়।
প্রধানমন্ত্রীর এই প্রকল্পের তৃতীয় কিস্তির টাকা ৫ কোটির বেশি কৃষক এখনও পাননি। এমনকি এর মধ্যে ২.৫ কোটি এমন কৃষক রয়েছেন যারা দ্বিতীয় কিস্তিই পাননি। আরটিআই এর উত্তরে এই চমকপ্রদ তথ্যগুলি প্রকাশ্যে এনেছে খোদ কেন্দ্রের কৃষি মন্ত্রক। ২০১৮ সালের ১ ডিসেম্বর থেকে দেশজুড়ে এই প্রকল্প লাগু হয়েছে। হিসেব মতো এখনও পর্যন্ত তৃতীয় কিস্তি জমা হয়ে যাওয়ার কথা। কেননা প্রকল্পটির বয়স ১ বছর দুই মাস হয়ে গিয়েছে।
তবে এত গুলো দিন পেরিয়ে গেলেও কিস্তির টাকা পাননি অনেকেই। ফলে স্বাভাবিক ভাবেই ক্ষোভের জন্ম হয়েছে কৃষকদের মধ্যে। সরব হয়েছেন বিরোধীরাও। সকলেই বলছেন তাহলে এই প্রকল্পও মোদীর জুমলাই ছিল! শুধুমাত্র ভোট ব্যাঙ্ক দখলের লক্ষ্য!