বাংলার মাটিতে ফের গেরুয়া সন্ত্রাস। এবার কাটোয়ায় বাড়ির কাছেই খুন হলেন তৃণমূল কর্মী। পুরসভা ভোটের আগে এভাবে তৃণমূল কর্মী খুন হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃত ওই তৃণমূল কর্মীর নাম রথীন বিশ্বাস। গতকাল রাত ৯টা নাগাদ মোবাইলে একটি ফোন পেয়ে বেরিয়ে যান রথীন। সেই ফোন পেয়ে বাইরে যাওয়াই কাল হল। স্কুটি চালিয়ে কিছুদূর যেতেই পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি তৃণমূল কর্মীকে। ঘটনাস্থলেই নিহত কাটোয়ার ৩ নম্বর ওয়ার্ডের হাজরাপুর কালোনির বাসিন্দা রথীন।
মৃতের বাবা রঞ্জিতবাবু এদিন বলেন, এর আগেও আমার ছেলেকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তখন পুলিসকে জানিয়েছিলাম। এদিন আমাদের এক আত্মীয়ের বিয়ে অনুষ্ঠান থেকে খাওয়াদাওয়া সেরে ফেরার পর কেউ আমার ছেলেকে ফোন করে ডাকে। তারপরেই খুনের খবর পাই। ছেলে তৃণমূল করত। বিজেপির লোকেরাই আমার ছেলেকে খুন করেছে।