কেন্দ্রীয় সরকারের আর্জি খারিজ করে এদিন দিল্লী হাইকোর্ট সাফ জানিয়ে দিল যে, নির্ভয়া কাণ্ডের তিনজন আসামিকে আলাদা ফাঁসি দেওয়া হবে না। বুধবার দুপুর আড়াইটে নাগাদ রায় ঘোষণা করেন বিচারপতি সুরেশ কুমার। পাশাপাশি, আগামী সাত দিনের মধ্যে দোষীদের ফাঁসির রায়ের বিরুদ্ধে সবরকম আইনি পদক্ষেপ নেওয়ার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।
নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসি মামলায় রবিবার জরুরি ভিত্তিতে শুনানি হয় দিল্লী হাইকোর্টে। স্বরাষ্ট্রমন্ত্রক এবং আসামি পক্ষের আইনজীবীর দীর্ঘ সওয়াল-জবাবের শেষে রায়দান পর্ব স্থগিত রাখে হাইকোর্ট। সেই দিনই কেন্দ্রীয় সরকারের তরফে আদালতে জানানো হয়, যে তিন দোষীর আইনি বিকল্প পথ বন্ধ হয়ে গিয়েছে। এবার তাঁদের ফাঁসি কার্যকর করা হোক।
যদিও কেন্দ্রের সেই আর্জি এদিন খারিজ করে দেন বিচারপতি সুরেশ কুমার। এদিন বিচারপতি সুরেশ কুমার রায় দিয়ে জানান, দোষী সাব্যস্ত হওয়া চারজনকে আলাদাভাবে ফাঁসি দেওয়া যাবে না। পাশাপাশি কেন্দ্রীয় সরকার দোষীদের শীঘ্রই ফাঁসি দেওয়ার জন্য আদালতে যে আবেদন করেছিল তাও এদিন খারিজ করে হাইকোর্ট। সেই সঙ্গে, নির্ভয়া মামলায় দণ্ডিতরা তাঁদের যাবতীয় আইনি প্রতিকারের জন্য এক সপ্তাহ সময় পাবে। তারপরই আদালত তাদের ফাঁসি কার্যকর করার জন্য বিচার শুরু করবে বলে জানায় আদালত।