আগামী পাঁচ বছরের মধ্যে ভারতের অর্থনীতিকে ৫ ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার বুলি আউড়িয়ে দেশবাসীকে যে স্বপ্নের ফানুসে চড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এক বছর পেরনোর আগেই যে তা ফুটো হয়ে গিয়েছে। কারণ প্রায় রোজদিনই তলানিতে নামার নতুন নতুন রেকর্ড করে চলেছে দেশের অর্থনীতি। পাল্লা দিয়ে নীচে নামছে জিডিপিও। অবস্থা সামাল দিতে এখন বিক্রি করতে হচ্ছে একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থা, বেছে নিতে হচ্ছে বেসরকারিকরণের পথ। কিন্তু এরই মধ্যে এলাহি আয়োজন চলছে মোদীর বিলাস-ব্যাসনে। এর আগে বাড়ানো হয়েছিল তাঁর এসপিজি নিরাপত্তা। আর এবার সংসদ ভবন ও নর্থ ব্লক-সাউথ ব্লক নতুন করে তৈরি হওয়ার পরে সেখানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে পার্লামেন্ট পর্যন্ত একটি টানেল গঠন করা হবে।
শুধুমাত্র মোদীর আসা-যাওয়ার কাজেই ব্যবহৃত হবে এই টানেল। সেন্ট্রাল ভিস্তার মাস্টার প্ল্যানার বিমল প্যাটেল এই সংক্রান্ত একটি প্রেজেন্টেশনে এই বিষয়টি জানিয়েছেন। প্রধানমন্ত্রীর বাসভবনকে সাউথ ব্লকের খুব কাছে নিয়ে আসারও পরিকল্পনা রয়েছে। শুধু তাই নয়। নর্থ ব্লক ও সাউথ ব্লকে দুটি জাতীয় সংগ্রহশালা তৈরি করা হবে বলে জানানো হয়েছে। রাজপথে সরকারি কর্মচারীদের বসবাসের জন্য দশটি নতুন বিল্ডিং তৈরি করা হবে বলেও জানিয়েছেন বিমল প্যাটেল।