এয়ার ইন্ডিয়া, রেলের পর এবার ভারতীয় জীবন বিমা নিগমে(এলআইসি) বেসরকারি বিনিয়োগের রাস্তা খুলে দিয়েছে মোদী সরকার। শনিবার বাজেট ঘোষণার সময়ই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়ে দিয়েছেন, এবার এলআইসিতে কেন্দ্রের হাতে থাকা অংশীদারির একাংশ বিক্রি করবে সরকার। ছাড়া হবে রাষ্ট্রায়ত্ত জীবন বিমা সংস্থাটির শেয়ার। মোদী সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রতিবাদের ঝাঁঝ বাড়ছে দেশ জুড়ে। মঙ্গলবারও এক ঘণ্টার বেশি সময় ধরে এলআইসি কর্মীরা কর্মবিরতিতে শামিল হন। এবার এ নিয়েই মুখ খুললেন বলিউডের জনপ্রিয় বাঙালি চিত্র পরিচালক ও প্রযোজক সুজিত সরকার।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে সুজিত লেখেন, ‘ধীরে ধীরে এ দেশের শিরদাঁড়া হয়ে ওঠে এলআইসি। প্রত্যেকটি পরিবার তাদের চূড়ান্ত সঞ্চয়ের জন্য এলআইসি-র উপর আস্থা রাখে। তাই এমন একটি সংস্থা সম্পর্কে যে কোনও পদক্ষেপের ক্ষেত্রে অতি সতর্কতা ও চরম সংবেদনশীলতা জরুরি। নবজাতকের মতো এই সংস্থার যত্ন নেওয়া উচিত।’ উল্লেখ্য, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে নিজের মতামত রাখেন সুজিত। কাউকে খুঁচিয়ে বা কটাক্ষ না করলেও নিজের অবস্থান দৃঢ় থাকেন তিনি। এবারও সরসরি কেন্দ্রের এলআইসি-র শেয়ার বিক্রির সমালোচনা না করলেও ঘুরিয়ে মোদী সরকারের এই পদক্ষেপের বিরোধিতা করলেন ভিকি ডোনার, পিকু, অক্টোবর সিনেমার পরিচালক সুজিত সরকার।