বাংলার বুকে যে বিজেপি সন্ত্রাসের আবহ বজায় রাখতে চাইছে, এই অভিযোগ নতুন কিছু নয়। এবারে সেই অভিযোগ আবার প্রমাণিত হল। জামালপুরে বিপুল পরিমাণে অস্ত্র-সহ গ্রেফতার হলেন এক বিজেপি নেতা। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে গেরুয়া শিবির।
পূর্ব বর্ধমান জেলায় গাড়িভর্তি অস্ত্রশস্ত্র সমেত এই জেলার দক্ষিণ সদর মহকুমার জামালপুর থানার মহিষবেড়িয়া এলাকা থেকে এক বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ওই বিজেপি নেতাকে এদিনই আদালতে তুলছে পুলিশ। তাকে জেরা করে পুলিশ জানতে চাইছে ওই বিপুল অস্ত্রশস্ত্র সে কোথায় পেল আর কাকেই বা তা পাচার করতে চলেছিল।
জানা গিয়েছে, বিজেপির ওই মণ্ডল সভাপতিকে এদিন একটি গাড়ি নিয়ে অপেক্ষা করতেব দেখা যায় জামালপুর থানার মহিষবেড়িয়া এলাকায় রাস্তার ধারে। পুলিশের কাছে আগেই খবর ছিল গাড়িতে করে অস্ত্র পাচার করা হচ্ছে। কিন্তু পুলিশ এটা জানতো না ওই অস্ত্র পাচারের সঙ্গে বিজেপি যোগ রয়েছে। এদিন শুধুমাত্র সন্দেহের বশেই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাড়ি তল্লাশি চালাতেই তাঁদের চোখ কপালে উঠে যায়। তল্লাশিতে একে একে বেড়িয়ে পড়ে ওয়ান শাটার বন্দুক, ৩ রাউন্ড গুলি, তীর ধনুক, বোমা মায় টাঙ্গিও। এরপরেই ওই বিজেপি নেতা-সহ গাড়িতে থাকা মোট ৪জনকে আটক করে পুলিশ।