এবার সরাসরি মুখোমুখি বিতর্ক বসার জন্যে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘আমন্ত্রণ’ জানালেন দিল্লী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর আগে আজ বুধবার দুপুর ১টা পর্যন্ত বিজেপিকে তাঁদের দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণার চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন আপ প্রধান। সেই সময়সীমা পার হয়ে যাওয়ার পরেই দিল্লীবাসীর সামনে অমিত শাহকে তাঁর মুখোমুখি হয়ে বিতর্কে যোগ দেওয়ার আহ্বান জানালেন কেজরিওয়াল। ৮ ফেব্রুয়ারি দিল্লী নির্বাচন, তার আগে ‘গোটা দিল্লী জানতে চায় কী কারণে বিজেপিকে ভোট দেবেন তাঁরা’, গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ ছুঁড়ে বললেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।
এই প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘বিতর্ক খুবই ভাল ব্যাপার, আসুন, আমরা বিতর্কে বসি। অমিত শাহ বলেছেন, আমাদের ভোট দিন, আমরা আপনাদের মুখ্যমন্ত্রী দেব।’ আম আদমি পার্টির প্রধান আরও বলেন ‘অমিত শাহ শাহিনবাগকে ইস্যু করেই দিল্লীর নির্বাচন লড়তে চান, এর সমাধান করতে চান না।’ তাঁর মতে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার চাইলেই শাহিনবাগের বিক্ষোভ বন্ধ করতে পারতো, কিন্তু ইচ্ছাকৃতভাবেই তা করেনি তাঁরা, অভিযোগ দিল্লি মুখ্যমন্ত্রীর। আসলে ক্ষমতাসীন বিজেপি ইস্যুটির সমাধান করতে চায় না, সাফ জানান আপ প্রধান। “অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি অসম্ভব শক্তিশালী, আপনি কী মনে করেন, তিনি যদি ভাবতেন যে তিনি শাহিনবাগের বিক্ষোভকারীদের তুলে দিয়ে ওই জায়গাটিকে মুক্ত করবেন তা করতে পারতেন না? তা নয়। আসলে তিনি শাহিনবাগকে ইস্যু করে দিল্লীর নির্বাচন লড়তে চান। কেননা বিজেপির কাছে আর কোনও ইস্যু নেই’, সাক্ষাৎকারে একথাও বলেন দিল্লীর মুখ্যমন্ত্রী।
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতায় গত প্রায় দু’মাস ধরে দিল্লীর শাহিনবাগে অবস্থান বিক্ষোভে বসেছেন একদল মানুষ। ওই বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়েছে রাজধানীর বেশ কিছু রাস্তাঘাট, প্রতিদিনের যানজটে পড়ে ভোগান্তি পোহাচ্ছেন দিল্লীবাসী। এই প্রসঙ্গে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘যদি পুলিশের উপর নিয়ন্ত্রণ থাকতো, তবে আমরা ২ ঘণ্টার মধ্যে ওই এলাকা সাফ করে দিতাম।’