কড়া ভাষায় বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নিশানা থেকে বাদ গেলেন না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। কেন্দ্রীয় মন্ত্রী, যোগী আদিত্যনাথ গুলি চালানোর নিদান দিচ্ছে। তারপরও কী করে তাঁরা সাংবিধানিক পদে বসে থাকতে পারেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী। সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি বলেন, ‘দিল্লীতে গুলি চালিয়ে দিচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী বলছে গুলি চালাতে। তারপরও মন্ত্রী থাকেন কী করে? চ্যালেঞ্জ করছি আমি।’
বুধবার কৃষ্ণনগরের সভা থেকে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ কথা, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তৃণমূলই প্রথম সরব হয়েছে। মমতা বলেন, ‘এনপিআর প্রথমে ভেবেছিলাম জনগণনা। পরে ৬টি নতুন ক্লস ঢুকিয়েছে। সেকেন্ডে সেকেন্ডে বিল আনছে।’ এরপরই তিনি জানান, তৃণমূল কোনও সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। মমতার কথায়, ‘আমরা লড়াই করে যাব। আমাদের পাশে রয়েছে সব সম্প্রদায়ের মানুষ। আমরা মুখে বলি না করে দেখাই।’
এদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। তাঁর কথায়, ‘উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী, কেউ বলে ভোগী। উনি ভোগ করুন আপত্তি নেই। সেও গুলি চালানোর কথা বলছে।’ দেশের বেকারত্ব বেড়েছে কয়েকগুণ। সিএএ, এনআরসির পাশাপাশি বাজেট নিয়েও সরব হয়েছেন তিনি। ৪৫ বছরে দেশে বেকারত্ব বেড়েছে সর্বোচ্চ। তাঁর কথায়, ‘রাজ্যে কোনও ডিটেনশন ক্যাম্প হবে না। কেউ ভিটে ছাড়া হবেন না।’