ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে। এবার রাজ্য বাজেট দেখতে চাইলেন রাজ্যপাল। যার জেরেই নতুন করে চাপানোতরের পরিস্থিতি তৈরি হয়েছে।
দফায় দফায় বাজেট অধিবেশন নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে আলোচনা করেছে রাজ্য সরকারের কর্তারা। দু’বার রাজভবনে গিয়ে বাজেট নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা করেছিলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার ফের রাজভবনে যান মুখ্যসচিব রাজীব সিনহা। প্রায় দু’ঘণ্টারও বেশি সময় রাজ্যপালের সঙ্গে কথা হয় মুখ্যসচিবের। তারপরও অবস্থার পরিবর্তন হয়নি বলেই খবর। সূত্রের খবর, এবার বাজেটের আগেই রাজ্য বাজেট দেখতে চাইলেন জগদীপ ধনকর। কিন্তু গোপন নথি কীভাবে দেখানো সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা। প্রথা অনুযায়ী বাজেট পেশের আগে রাজ্যপাল সম্মতি দেন। সূত্রের খবর সেই সম্মতি এখনও দেননি রাজ্যপাল। জানা গিয়েছে, বাজেটের নথি না দেখে তিনি সম্মতি দেবেন না।