রাজধানী দিল্লীর শাহীনবাগে গুলি চালানোর কান্ডে কপিল গুজ্জরের সঙ্গে আম আদমি পার্টির কোনও যোগ নেই বলে জানিয়ে দিল তার পরিবার। এক সময় বিএসপি করলেও বর্তমানে তার বা তার পরিবারের কোনও রাজনৈতিক দলের সঙ্গেই কোনোরকম যোগাযোগ নেই বলেই দাবি করেছেন কপিলের বাবা গজে সিং।
দিল্লী পুলিশ মঙ্গলবারই জানিয়েছে যে শাহীনবাগের ময়দানে নাগরিকত্ব বিলের বিরুদ্ধে সোচ্চার হওয়া আন্দোলনকারীদের ওপর গুলি চালানোয় অভিযুক্ত কপিল গুজ্জর আম আদমি পার্টির সদস্য। কপিলের ফোন থেকেই আম আদমি পার্টির ঝাড়ুমার্কা টুপি পরা ছবিও প্রকাশ করেছে তারা। প্রকাশ্যে আনা হয়েছে প্রথম সারির আপ নেতা সঞ্জয় সিং ও আতিশির সঙ্গে কপিলের ছবিও।
তবে কপিলের বাবা গজে সিং জানালেন, ‘আমি বা আমার পরিবারের কারোর আপের সঙ্গে কোনও সম্পর্ক নেই। গত বছর লোকসভা ভোটের সময় ওরা আমাদের এলাকায় প্রচারে এসেছিলেন। তখনই আমাদের সবাইকে আপের টুপি পরানো হয়। এটা সেই সময় তোলা ছবি।’ তিনি আরও বলেছেন, ‘আমি এক সময় নিয়মিত বিএসপি করতাম। বিএসপি-র হয়ে ২০১২-য় ভোটেও লড়ি। পরে অসুস্থ হয়ে পড়ায় রাজনীতি ছেড়ে দিই। এখন আমার পরিবারের কারোর রাজনীতির সঙ্গে কোনও সম্পর্ক নেই। এলাকায় প্রচারে আসা বিজেপি প্রার্থীকেও আমি মালা পরিয়েছি। অন্য দলের প্রার্থীদেরও পরাই।’
সমস্ত ব্যাপারটাই বিজেপি আর দিল্লী পুলিশের জাল চক্রান্ত বলে দাবি করেছেন আপ নেতা সঞ্জয় সিং। একটা মাত্র ছবিতে তেমন কিছুই প্রমাণিত হয় না বলে দাবি সঞ্জয়ের। যদিও কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের বক্তব্য কপিলের আপে যোগ দেওয়ার সময়ের ছবিই নাকি ওই আলোচিত ছবিটা।