গত ১ ফেব্রুয়ারিতেই ফাঁসির নির্দেশ ছিল নির্ভয়া কাণ্ডের দোষীদের। কিন্তু সেই নির্দেশ স্থগিত করে দেয় দিল্লী পাতিয়ালা আদালত। এর আগেও ২বার পিছিয়ে গিয়েছিল ফাঁসির দিন। যা নিয়ে রীতিমত ক্ষুব্ধ নির্ভয়ার পরিবার থেকে শুরু করে দেশের জনগণ। এভাবে অপরাধীদের বারবার ফাঁসির তারিখ পিছনোর বিষয়টি এবার উঠে এল রাজ্যসভার অধিবেশনেও। যত তাড়াতাড়ি সম্ভব মৃত্যুদণ্ড কার্যকর করতে রাষ্ট্রপতি বা প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করল আম আদমি পার্টি।
মঙ্গলবার রাজ্যসভার অধিবেশন চলাকালীন এই বিষয়টি উত্থাপন করেন আপ সাংসদ সঞ্জয় সিং। নির্ভয়ার চার অপরাধীকে আদালত মৃত্যুদণ্ড দিলেও কেন ফাঁসির তারিখ বারবার পিছিয়ে যাচ্ছে, সেই প্রশ্ন রাখেন তিনি। এই ইস্যুতে হিন্দি সিনেমা দামিনী-র বিখ্যাত সংলাপ ‘তারিখ পে তারিখ’ও শোনা যায় তাঁর মুখে। এই বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুতর বলে উল্লেখ করেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডুও।
নির্ভয়ার গণধর্ষণ ও মৃত্যর পরে যে ভাবে গোটা দেশ প্রতিবাদে গর্জে উঠেছিল, সে কথাও মনে করিয়ে দেন আপ সাংসদ। চলতি আইনে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের অনেক সুবিধে দেওয়া হয়েছে বলে জানান বেঙ্গাইয়া নায়ডু। প্রশাসনে যারা রয়েছেন, তাঁদের আইন মেনে চলতেই হবে বলে জানান তিনি। তবে অতি দ্রুততার সঙ্গে সমস্ত নিয়ম কার্যকর করে দোষীদের ফাঁসি দেওয়া হোক, এমনই আবেদন রাখেন সঞ্জয় সিং। রাজ্যসভায় তিনি এই দাবি রাখার পর, তাঁকে বেশ কিছু সাংসদ সমর্থনও করেন।