মঙ্গলবার বনগাঁর জনসভা থেকে শাহিনবাগ ও জামিয়া মিলিয়ায় গুলি চালানোর ঘটনায় সরাসরি বিজেপির দিকেই আঙুল তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘একদল গুন্ডা বলছে গোলি চালা দো, বিজেপি নেতারাও বলছেন, গুলি চালাও। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও বলছেন, গুলি চালানোর কথা।’ তবে কলকাতার পার্ক সার্কাসের মহিলা-শিশুদের আন্দোলনকে অবশ্য হুমকি দিয়ে বন্ধ করা যাবে না বলেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, ‘আমাদের মেয়েরা হাতে শুধু কাঁচের চুড়ি বসে আছে, এটা ভাববেন না। ওঁরা রান্না করতেও জানে, আবার হাতে হাতা-খুন্তি ধরতেও জানে।’
কেন্দ্রীয় সরকারের বাজেট নিয়েও এদিন সুর চড়িয়েছেন মমতা। বলেন, ‘কর নিয়ে বাজেটে মানুষকে চরমভাবে বিভ্রান্ত করা হচ্ছে। দেশের সবকিছু বেচে দিচ্ছে ওরা। বিএসএনএল, এলআইসি, এয়ার ইন্ডিয়া কিছুই আর থাকবে না।’ মোদীকে কটাক্ষের সুরে তিনি বলেন, ‘যিনি নিজেকে চৌকিদার বলে দাবি করেন, সে শুধুই ভোটের সময় মানুষের প্রতি যত্নশীল আর সারাবছর কোনও অসুবিধার খেয়াল রাখেন না।’
প্রসঙ্গত, গতকাল বনগাঁতেই সিএএ-র সমর্থনে মিছিল ও সভা করেছে বিজেপি। মুকুল রায়ের নেতৃত্বে সোমবার সংশোধিত নাগিরকত্ব আইনের প্রচার সেরেছে গেরুয়া শিবির। মুকুল রায় সোমবার বলেছিলেন, ‘নাগরিকত্ব বিষয়টি পুরোপুরি কেন্দ্রের বিষয়। রাজ্য সরকারের হস্তক্ষেপের অধিকার নেই। রাজ্য যতই বিরোধিতা করুক, সিএএ এবং এনপিআর হবেই।’ এদিন সেই বাংলাদেশ সীমান্ত ঘেঁষা বনগাঁতেই জনগণের উদ্দেশে মমতা বার্তা দেন, ‘টাকার বদলে ভোট দেবেন না, টাকা ফুরিয়ে যায়, ঠিকানা হারিয়ে গেলে কেউ ঠিকানা দিতে আসে না।’