গত শনিবার মধ্যরাতে পার্কসার্কাস ময়দানে সিএএ-র বিরুদ্ধে অবস্থান-বিক্ষোভ চলাকালীন মৃত্যু হয় এক মহিলার। ‘সেই মহিলা কি আদৌ ভারতীয় না বাংলাদেশি?’ রবিবার সকালে এই প্রশ্ন উস্কে দিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তবে এখানেই ক্ষান্ত হননি তিনি। পার্কসার্কাসে যারা আন্দোলন করছেন, তাঁরা প্রত্যেকেই বাংলাদেশি বলে দাবি করেন তিনি। এবং খুব শীঘ্রই তাঁদের ভারতবর্ষ থেকে ‘তাড়ানো হবে’ বলেও গতকাল হুঁশিয়ারি দেন সায়ন্তন।
পার্কসার্কাসে আন্দোলনরত এই মৃত মহিলা সম্পর্কে বক্তব্য রাখতে গিয়েই সায়ন্তন বসু বলেন, ‘যিনি আন্দোলন করতে গিয়ে মারা গিয়েছেন তিনি কি আদৌ ভারতীয় না বাংলাদেশি ছিলেন? তাঁরা যত আন্দোলনই করুক না কেন সিএএ-র কোন পরিবর্তন হবে না। বরং সবচেয়ে আগে যাচাই করা উচিত যিনি মারা গেছেন তিনি কোন দেশের নাগরিক। কারণ পার্ক সার্কাসে বাংলাদেশ থেকে এসে যারা বসে আছেন তাঁদের আমরা দেশ থেকে তাড়িয়েই ছাড়ব।’
প্রসঙ্গত, সিএএ-এনআরসির প্রতিবাদে পার্ক সার্কাসে শয়ে শয়ে মহিলা সামিল হয়েছিলেন এই আইন বিরোধী আন্দোলনে। সেই আন্দোলনের মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন এক প্রৌঢ়া। জানা গিয়েছে, মৃত প্রৌঢ়া সামিদা খাতুন গত ৭ ডিসেম্বর থেকে পার্ক সার্কাসের ওই অবস্থানে যোগ দিয়েছিলেন। এন্টালির বাসিন্দা ছিলেন তিনি। শনিবার গভীর রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সামিদা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জন্য তাঁকে চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে শেষরক্ষা হয়নি। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।