অনেক দিনের অপেক্ষা শেষ হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছিল ২০১৮ সালের এপ্রিলে ট্রেন চলাচলের প্রাথমিক ব্যবস্থা সম্পূর্ণ হয়ে যায়। এর পরে বার বার শোনা গিয়েছে এবার চালু হয়ে যাবে যাত্রা। কিন্তু নানা কারণে তা পিছিয়ে যাচ্ছিল। তবে সব বাধা কাটিয়ে অবশেষে আগামী ১৩ ফেব্রুয়ারী শুরু হচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রথম পর্যায়ের যাত্রা।
সল্টলেকের পাঁচ নম্বর সেক্টর থেকে সল্টলেক স্টেডিয়ামের মধ্যে সাড়ে তিন হাজার কোটি টাকার পরিকাঠামো নিয়ে তৈরি ইস্ট-ওয়েস্ট মেট্রো। যাত্রা শুরু হচ্ছে ১৩ ফেব্রুয়ারি। দীর্ঘ দিন ধরেই ট্রায়াল রান চলছিল। এবার যাত্রা শুরু হচ্ছে। জানা গিয়েছে, নানা জটিলতা কাটিয়ে অবশেষে সব রকমের প্রস্তুতি শেষ।
গত নভেম্বরে ট্রেন চালানোর প্রস্তুতি সম্পূর্ণ করেন মেট্রোর আধিকারিকেরা। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনীত শর্মা মেট্রোর অতিরিক্ত দায়িত্ব নেওয়ার পরে পরিষেবা শুরুর প্রস্তুতি চলতে থাকে। কিন্তু উদ্বোধনের আগেই কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজারের পদে আসেন মনোজ জোশী। নতুন করে ইস্ট-ওয়েস্ট মেট্রোও ঘুরে দেখেন তিনি। এর পরেই মিলেছে এই রুটে মেট্রো চালানোর ছাড়পত্র।