নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দু’টি ম্যাচই গড়িয়েছে সুপার ওভার পর্যন্ত। আর সেই দুটি ম্যাচই জয় ছিনিয়ে নিয়েছে ভারত৷ সুপার ওভারে ফের ভারতের বিরুদ্ধে হেরে ০-৪ ফলে পিছিয়ে নিউজিল্যান্ড। এবিষয়ে বিরাট কোহলি জানান, “শেষ দু’ম্যাচ থেকে শিখেছি, প্রতিপক্ষ ভাল খেললে মেজাজ হারানো চলবে না। আমাদের শান্ত থাকতেই হবে। শেষ পর্যন্ত সুযোগের অপেক্ষা করে যেতে হবে। সুযোগ পেলে সেখান থেকে আর ফিরে আসা চলবে না।’’
শুক্রবার ওয়েলিংটনে এক ওভারে সাত রান তুলতে ব্যর্থ রস টেলররা। শেষ ওভারে চার উইকেট হারিয়ে ছয় রান যোগ করে তারা। অন্যদিকে, সুপার ওভারে কে এল রাহুলের সঙ্গে কে ওপেন করবেন তা নিয়ে ছিল সংশয়। অধিনায়ক ভেবেছিলেন রাহুলের সঙ্গে সঞ্জু স্যামসনকে দায়িত্ব দেবেন। অধিনায়কের কথায়, ‘‘রাহুলের সঙ্গে সঞ্জুকে নামানোর পরিকল্পনা ছিল। কিন্তু রাহুলই আমাকে নামার পরামর্শ দিল। কারণ, এই পরিস্থিতিতে অভিজ্ঞতাই আসল। রাহুল যে দু’টি বড় শট নিয়েছে, সেটাই আমাদের জয়ের রাস্তা তৈরি করেছে।’’
নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই জয়ের পর বিরাট বলেন, ‘‘এর চেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ সমর্থকেরাও হয়তো আশা করেন না। আমরা আগে কখনও সুপার ওভার খেলিনি। অথচ শেষ দু’টি ম্যাচেই এই পরীক্ষা দিতে হয়েছে। দু’টিই জিতেছি। তা প্রমাণ করে, দলের কতটা চারিত্রিক উন্নতি ঘটেছে।’’