গত বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানকে ২০৩ রানে হারিয়েছিল ভারত। আরও একবার ভারতের মুখোমুখি পাকিস্তান। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়ে শেষ চারে ভারতের মুখোমুখি পাকিস্তান। বুধবার অস্ট্রেলিয়াকে ভারত হারানোর পরেই তাদের চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে শেষ চারের দ্বৈরথের সম্ভাবনা তৈরি হয়েছিল। তারপর আফগানিস্তানের বিরুদ্ধে জয় পাবার পর ভারত-পাক দ্বৈরথ নিশ্চিত হয়ে গেল।
আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ পাক দলের অধিনায়ক রোহেল নাজির বলে দিয়েছেন, ‘‘ভারত ভাল দল। ওদের বিরুদ্ধে ভাল ক্রিকেট না খেললে জেতার উপায় নেই। অন্য একটি ম্যাচ হিসেবেই দেখছি। তাছাড়া আফগানিস্তানের বিরুদ্ধে ভাল সমর্থন পেয়েছি। ভারতের বিরুদ্ধেও আমরা এ রকমই সমর্থন চাই।’’ মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি পচেফস্ট্রুমে দেখা হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর।
জুনিয়র বিশ্বকাপে এই ম্যাচের উপরে নজর থাকবে সারা ভারতের ক্রিকেটপ্রেমীদের। শুধু তাই নয়, এই দ্বৈরথ থেকেই উঠে আসেন কোনও এক শুভমন, কোনও এক ঈশান অথবা বিরাট কোহালি, রবিন্দ্র জাডেজাদের মতো তারকারা। যারা পরবর্তীতে আরও ভালো খেলবেন। আপাতত ভারতীয় দল থেকেও যশস্বী জয়সোয়াল, প্রিয়ম গর্গ, রবি বিষ্ণোইদের তারকা হয়ে ওঠার বড় সুযোগ মঙ্গলবার।