গতবছর থেকেই দেশের অর্থনীতি প্রায় ধ্বংসের দিকে এগিয়ে গেছে। এবার সেই ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতেই আজ দ্বিতীয় বারের জন্য সংসদে বাজেট পেশ করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই বাজেটে নিত্যপ্রয়োজনীয় কোন জিনিসের দাম বাড়বে এবং কোনগুলোর দাম কমবে, তা নিয়ে প্রবল আগ্রহ ছিল দেশবাসীর। এদিন সকাল ১১ টা থেকে বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কর ছাড়ের পাশাপাশি কৃষকদের জন্যও একাধিক ঘোষণা করা হয়েছে এবারের বাজেটে। এক নজরে দেখে নিন কোন জিনিসের দাম বাড়ল আর কোন জিনিসের কমল।
বাজেট অনুসারে এবার দাম বেড়েছে বেশ কয়েকটি জিনিসের। এর মধ্যে রয়েছে তামাকজাত দ্রব্য। ফলে সিগারেট, বিড়ি জাতীয় দ্রব্যের দাম বৃদ্ধির আশঙ্কা থাকছে। পাশাপাশি দাম বেড়েছে স্টিল ও তামার বাসনেরও। ফলে বাসন কিনতে গিয়ে পকেট থেকে এবার থেকে বেশি টাকা খসবে মধ্যবিত্তের। একইসঙ্গে ব্যাপক হারে দাম বেড়েছে জুতোর। পাশাপাশি দাম বেড়েছে কাঠের নানান আসবাবপত্রেরও। অন্যদিকে দাম বাড়ছে ক্যাটালাইটিক কনভার্টার, গাড়ির যন্ত্রাংশের। এছাড়াও ফ্রিজ, এসির দামও বাড়ছে এই বাজেটে।
অন্যদিকে দাম কমেছে বেশ কিছু দ্রব্যের। মধ্যবিত্তের হেঁসেলে অল্প হলেও স্বস্তি দিয়েছে এই বাজেট। নিত্য প্রয়োজনীয় দ্রব্য চিনির দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাজেটে। একই সঙ্গে সয়াবিন ফাইবারের দাম কমানোর কথাও বাজেটে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। এছাড়া দাম কমেছে নিউজপ্রিন্টেরও। তবে এখনও অবধি বাজেট সম্পূর্ণ ঘোষণা হয়নি। সংসদ সূত্রে খবর, আগামী সোমবার বাজেটের বাকি অংশ প্রকাশ করা হবে। সেদিন আরও জানা যাবে, নতুন কোন দ্রব্যের দাম কমল বা বাড়ল।