৮৫,০০০ কোটি টাকা বরাদ্দ করা হল তপশিলি জাতি–উপজাতি ও অনগ্রসরদের জন্য। একইসঙ্গে আদিবাসীদের কল্যাণের জন্য রাখা হল ৫৩,০০০ কোটি টাকা। এই পদক্ষেপ কি অত্যন্ত সচেতন একটি পদক্ষেপ নয়? যে সরকারের কাছে জাতপাতের ভেদাভেদ এত গুরুত্বপূর্ণ, তারা ২০২০–র বাজেটে হঠাৎ এই উদারতা দেখাচ্ছে! ভাবার বিষয়।
যে সরকারের আমলে রোহিত ভেমুলা আত্মহত্যা করতে বাধ্য হলেন, যে সরকারের আমলে নিজের জাতের কারণে তিনি পড়াশোনা করতে পারলেন না, সেই মোদী সরকার তার দ্বিতীয় পর্যায়ে বাজেট পেশের সময়ে অত্যাচারিত জাতের জন্য বরাদ্দ করল ৮৫,০০০ কোটি টাকা।
শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দ্বিতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন সংসদে। জানালেন, ‘তপশিলি জাতি ও আদিবাসীদের ত্রাণ ও উন্নয়নের কথা মাথায় রেখে ২০২১ সালের জন্য ৮৫,০০০ কোটি ও ৫৩,০০০ কোটি টাকার একটি প্রস্তাব রাখছি আমরা।’
আশা করা যায়, দেশের তপশিলি জাতি–উপজাতি, অনগ্রসর ও আদিবাসীদের উন্নতির জন্যেই এই সিদ্ধান্ত নেওয়া। নিজেদের ভোটব্যাঙ্কের জন্য নয়।