ফের একবার পিছিয়ে গেল নির্ভয়া কাণ্ডে ধর্ষকদের ফাঁসির দিনক্ষণ। এর আগে দু’বার ফাঁসির দিন ধার্য করে পিছিয়ে দেওয়া হয়েছিল। অনির্দিষ্টকালের জন্য ফের একবার পিছিয়ে গেল ফাঁসি। আর পাতিয়ালা হাউস কোর্টের নয়া নির্দেশে চূড়ান্ত হতাশ নির্ভয়ার মা আশাদেবী।
১ ফেব্রুয়ারি নির্ভয়ার দোষীদের ফাঁসি হবে না। শুক্রবারই তা জানিয়ে দেয় পাতিয়ালা হাউস কোর্ট। পরবর্তী রায়দানের আগে পর্যন্ত মৃত্যু পরোয়ানায় স্থগিতাদেশ জারি করা হয়েছে। আর তারপরই আদালতের বাইরে ক্ষোভ উগরে দেন নির্ভয়ার মা আশাদেবী। তিনি বলেন, ‘ওরা যা চাইছে তাই হচ্ছে। ওদের কথা শুনেই বারবার ফাঁসির দিনক্ষণ পিছিয়ে যাচ্ছে। এবার সুপ্রিম কোর্টই ঠিক করুক কী হবে।’
তিনি আরও বলেন, ‘দোষীর আইনজীবী এপি সিং আমায় চ্যালেঞ্জ করেছে যে ওদের কোনওদিনই ফাঁসি হবে না। কীভাবে ও চ্যালেঞ্জ করে তাহলে আমাকে? নিশ্চয়ই ওঁর খুঁটি শক্ত। কিন্তু আমি লড়াই চালিয়ে যাব। সরকারকে ওদের ফাঁসি দিতেই হবে। এমনটা হতে থাকলে দেশে অপরাধ শুধু বেড়েই যাবে। আর কেউ শাস্তিও পাবে না। এভাবে চলতে থাকলে সংবিধান জ্বালিয়ে দেওয়া হোক।’
প্রথমে জানানো হয়েছিল, দোষীদের ফাঁসি হবে ২২ জানুয়ারি। কিন্তু একাধিক আইনি জটিলতায় তা পিছিয়ে যায়। আদালতের নির্দেশে নির্ভয়ার ধর্ষকদের মৃত্যুদণ্ডের দিন ধার্য হয় ১ ফেব্রুয়ারি। কিন্তু এবার নতুন করে কোনও দিনক্ষণও ঘোষিত হল না। ফাঁসি পিছিয়ে যাওয়ায় সেবারও ক্ষোভপ্রকাশ করেছিলেন আশাদেবী। বলেছিলেন, ‘তারিখের পর তারিখ দেওয়া হয়েছে। কিন্তু সুবিচার পাওয়া গেল না। শুধু দোষীদের দিকটাই দেখা হচ্ছে। আর ভুগতে হচ্ছে আমাদের।’