চিনের করোনা ভাইরাসের কেন্দ্রস্থল ইউহান থেকে যে আজকেই সেখানকার ভারতীয়দের ফেরানো হচ্ছে, তার খবর আজ সকালেই পাওয়া গিয়েছিল। তবে দেশে ফিরলেও তাঁদের সকলকেই ১৪ দিনের জন্য আইসোলেশন সেন্টারে রাখা হবে। জানা গেছে, দিল্লীর মানেসরের আইসোলেশন সেন্টারেই ১৪ দিন কাটাবেন তাঁরা। এদিন সরকারের তরফে জানানো হয়েছে, কোনও ভাবেই সংক্রমণের ঝুঁকি না নেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন রাতের মধ্যেই ফেরানো হবে ওখানে আটকে থাকা সব ভারতীয় পড়ুয়াকেই।
পড়ুয়াদের তিনটি দলে বিভক্ত করে তাঁদের পরীক্ষা করে দেখা হবে বলে জানানো হয়েছে। প্রথম দলটিতে রাখা হবে সন্দেহজনক কেসগুলিকে। তাঁদের সরাসরি পাঠিয়ে দেওয়া হবে দিল্লীর বেস হসপিটাল ক্যান্টনমেন্টের আইসোলেশন ওয়ার্ডে। প্রসঙ্গত, এই ভাইরাসের লক্ষণ জ্বর, সর্দি অথবা শ্বাসকষ্টের মতো লক্ষণ থাকলেই তৎক্ষণাৎ সেই পড়ুয়াকে পাঠানো হবে সেখানে। সূত্রের খবর, আগামী দু’সপ্তাহ চিকিৎসকদের দল সেখানেই তাঁদের পরীক্ষা করে দেখবে। এদিন বিমানবন্দরে নামতেই ওই পড়ুয়াদের যুগ্মভাবে পরীক্ষা করে দেখবে এএইচও ও এএফএমএস-এর প্রতিনিধি দল।